পোস্টগুলি

অক্টোবর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

১৯৮৩ সালে বাংলাদেশের একটি নারী ক্রিকেট দল ইডেন গার্ডেনসে ক্রিকেট খেলে। স্থানীয় দলের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের দলটির হয়ে খেলেন পারভিন নাসিমা নাহার পুতুল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে 'পুতুল আপা' নামেই পরিচিত এই নারী অ্যাথলেট ও সংগঠক। ১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পুতুল বাংলাদেশে বিভিন্ন নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন।

ছবি

নান্দাইল - বালিপাড়া রোডে মধুপুর বাজার সেতু শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন

ছবি
ছবি

উপজেলা চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান, পৌর মেয়র এরা কেউ জাতীয় নির্বাচনের নমিনেশন ফরম নিতে পারবেনা। -আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

ছবি

****মসজিদের দান বাক্সে পাওয়া গেল ১০ বস্তা টাকা!*** কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স হিসেবে ব্যবহৃত মোট পাঁচটি লোহার সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ১০ বস্তা টাকা। গণনা করে হয়েছে মোট ১ কোটি ১৩ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা। তাছাড়া পাওয়া গেছে প্রচুর বৈদেশিক ও দেশিয় খুচরা মুদ্রা এবং ৪০০ গ্রাম স্বর্ণাংলকার। আজ শনিবার ( ১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে পাগলা মসজিদের পাঁচটি দান বাক্স তিন মাস পর খোলা হয়েছে। প্রথমে দান বাক্স থেকে টাকাগুলো বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় টাকা গণনা। প্রতিবারই এসব দান বাক্সে পাওয়া যায় প্রায় কোটি টাকা। এবার কোটি টাকার ওপরে টাকা পাওয়া যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। জানা যায়, আজ সকাল ৯টা থেকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাবীবুর রহমান এবং কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সাঈদের সার্বিক তত্ত্বাবধানে টাকা বাছাই ও গণনার কাজ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টাকা গণনার কাজ চলে। শতাধিক মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মসজিদ কমিটির লোকজন টাকা বাছাইয়ের পর টাকাগুলো বস্তায় ভরেন। পরে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিগণ টাকাগুলো গুণে বুঝে নেন। পাগলা মসজিদের নামে রূপালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে। পরে প্রাপ্ত টাকা ব্যাংকের হিসাবে জমা দেওয়া হয়। টাকা গণনা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ বলেন, তিন মাস পর শনিবার সকালে পাগলা মসজিদের পাঁচটি দান বাক্স খোলা হয়। এর মধ্যে ১০ বস্তা টাকা রয়েছে। স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা আলাদা করা হয়েছে। সন্ধ্যা নাগাদ টাকা গণনার কাজ শেষ হবে। সন্ধ্যায় নিরাপত্তা প্রহরীসহ টাকাগুলো রূপালী ব্যাংকে পাঠানো হবে। মসজিদ কমিটি সূত্রে জানা যায়, সর্বশেষ গত ৭ জুলাই মসজিদের পাঁটি দান বাক্স খোলা হয়েছিল। তখন মাত্র দুই মাসে ৮৮ লাখ টাকা পাওয়া যায়। এর আগের বার তিন মাসে এক কোটিরও বেশি টাকা পাওয়া যায়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক পদাধিকার বলে পাগলা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মসজিদের আয় থেকে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানসহ বিভিন্ন সেবামূলক খাতে সাহায্য দেয়া হয়। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দরিদ্র মানুষকে চিকিৎসার জন্য মসজিদের তহবিল থেকে অর্থ সহায়তা দেয়া হয়। প্রসঙ্গত, কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। এই মসজিদে ইবাদত-বন্দেগি করলে বেশি সওয়াব পাওয়া যায় বলে বিশ্বাস অনেকের। পাশাপাশি রোগ-শোক, বিপদে-আপদে এই মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়- এমন বিশ্বাস থেকে প্রতিদিন জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন। এ ব্যাপারে স্থানীয়রা বলছেন, এই মসজিদে মানুষ দু’হাত খুলে দান করেন। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের লোকজনকেও এ মসজিদে দান করতে দেখা যায়। এটি দেশের অন্যতম বিত্তশালী মসজিদ। মানুষের বিশ্বাস, কোনও আশা নিয়ে একনিষ্ঠ মনে এ মসজিদে দান করলে আল্লাহ তা কবুল করেন। রোগ-শোক ছাড়াও বিভিন্ন উপলক্ষে মানুষজন এ মসজিদে মানত করে দান করেন। যুগ যুগ ধরে এ বিশ্বাস থেকেই মানুষ মসজিদটিতে দান করছেন। এর আগে ২০১৭ সালে যে ক’বার মসজিদের দান বাক্স খোলা হয়েছে, প্রতিবারই মিলেছে কোটি টাকার ওপরে, সঙ্গে মিলেছে প্রচুর স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। সবশেষ গত ৬ জানুয়ারি স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির নেতৃত্বে দানবাক্স খুলে এক কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা পাওয়া যায়। সঙ্গে পাওয়া যায় প্রচুর স্বর্ণ ও রূপার অলঙ্কার; যা এখনও পরিমাপ করা হয়নি। এছাড়াও বেশ কিছু মার্কিন ডলার, সিঙ্গাপুরি ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত ও মিয়ানমারের মুদ্রাও পাওয়া যায়। সেগুলো এখনও ভাঙানো (টাকায় বিনিময়) হয়নি।***

ছবি

নান্দাইলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৮ উপলক্ষে ১৩ই অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভায় যোগদান করি। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন।

ছবি
ছবি

***হারানো বিজ্ঞপ্তি *** সালেমা(৫০) নামে এই ভদ্র মহিলাটি গত ০৩ /১০/২০১৮ইং তারিখ রাতে বাড়ি থেকে রাগারাগী করে নিরুদ্দেশ হয়ে যায়। আত্নীয় স্বজন সহ অনেক খুঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যাচ্ছেনা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন। তাহলে দয়া.. https://t.co/7zC4uW1KvW

ছবি

***হারানো বিজ্ঞপ্তি *** সালেমা(৫০) নামে এই ভদ্র মহিলাটি গত ০৩ /১০/২০১৮ইং তারিখ রাতে বাড়ি থেকে রাগারাগী করে নিরুদ্দেশ হয়ে যায়। আত্নীয় স্বজন সহ অনেক খুঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যাচ্ছেনা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন। তাহলে দয়া.. https://t.co/7zC4uW1KvW

ছবি

*** আজ হইতে Sfnews24.com দেখুন পড়ুন ও চোখ রাখুন। ***

ছবি

***গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্ট্যাস্টে।***

ছবি

***গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিনে সরকারী ও বেসরকারী টেলিভিশনের নাম উল্লেখ করা হল।*** ০১. বিটিভি-সরকারী টিভি । ০২. ইনডিপেনডেন্ট টিভি-সালমান এফ. রহমান । ০৩.৭১টিভি-মোজাজ্জেল বাবু-মেঘনা গ্রুপ। ০৪. দেশ টিভি -সাবের হোসেন চৌধুরী এমপি । কিন্তু চালাচ্ছেন আসাদুজ্জামান নুর। ০৫.বৈশাখী টিভি -ব্যবসায়ী গ্রুপ ডেসটিনি।কিন্তু চালাচ্ছেন সাংবাদিক মন্জুরুল আহসান বুলবুল । ০৬.গাজী টিভি -গাজী গোলাম দস্তগীর। ০৭.বাংলা ভিশন টিভি -চালাচ্ছেন মোস্তফা ফিরোজ এবং সবচেয়ে বেশি শেয়ার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। ০৮. চ্যানেল আই টিভি -ফরিদুর রেজা সাগর(সাংস্কৃতিক কর্মী) । ০৯.এটিএন বাংলা টিভি -মাহফুজুর রহমান ।চালাচ্ছেন সাংবাদিক জ. ই মামুন। ১০.এটিএন নিউজ-চালাচ্ছেন মুন্নী সাহা । ১১.মোহনা টিভি -কামাল মজুমদার । ১২.সময় টিভি -কামরুল ইসলাম । ১২.চ্যানেল ২৪-হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ। ১৩.এনটিভি-মোসাদ্দেক হোসেন ফালুর। ১৪.আরটিভি-বেঙ্গল গ্রুপের মোর্শেদুল ইসলাম । ১৫. এসএটিভি-এসএ পরিবহনের সালাহ্ উদ্দিন আহম্মেদ । ১৬‌. চ্যানেল-৯,এনায়েতুর রহমান বাপ্পী ও সৈয়দ আশরাফের ভাবী। ১৭.একুশে ই টিভি -একুশে টিভির মূল উদ্যোক্তা ছিলেন আবু সাঈদ মাহমুদ ।একুশে টিভির ৭০ভাগ মালিকানা টিভির বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম । এছাড়া বাকী ৩০ভাগের মালিকানা আগের ১৩জন উদ্যোক্তাদের মধ্যে ৬জনের ৫ভাগ করে। তারা হচ্ছে রউফ চৌধুরী(রেংগুসগ্রুপ), এমরান মাহমুদ (মেট্রোওয়েভ), অন্জন চৌধুরী (স্কয়ার), আব্দুস সালাম (সেরাইটেক্স), লিয়াকত হোসেন (এমএএস স্কয়ার গ্রুপ) । ১৮.মাছরাঙ্গা টিভি -স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী । ১৯.মাইটিভি-নাসির উদ্দিন সাথী । ২০‌. যমুনা টিভি-যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল । সহ আরোও অনেক টিভির মালিকানা রয়েছেন ।***

ছবি

*** গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মহামান্য রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন...

ছবি

নান্দাইলে শারদীয় দূর্গা পূঁজাকে সামনে রেখে ২৮টি পূঁজা মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি ॥ সরকারী ভাবে ১৩.৫ মেট্টিক টন চাউল বরাদ্দ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শারদীয় দূর্গা পূঁজা উদযাপনে ২৮টি পূঁজা মন্ডপে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় সকল পূজাঁ মন্ডপের চারপাশ বিভিন্ন ধরনের আলোকসজ্জা সহ ডেকোরশনের কাজ এগিয়ে যাচ্ছে। পূঁজার মৌলিক বিষয় প্রতিমা তৈরী ও রং করায় ব্যস্ত সময় পার করছে কলাকুশলীগণ। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছে প্রতিমা তৈরীর শিল্পীরা। তবে বাশঁ, খাট, মাটি ও বিভিন্ন সরঞ্জামাদীর দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরীতে অন্যান্য বারের তুলানায় খরচ বেশী হবে বলে জানান ভাস্কর শিল্পীরা। আগামী ১৫ই অক্টোবর সোমবার থেকে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজাঁ উৎসব শুরু হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটি নান্দাইল উপজেলা শাখার মাধ্যমে জানাযায়, নান্দাইল পৌরসভা সহ ১০টি ইউনিয়নে দূর্গাপূঁজা অনুষ্ঠিত হবে। তন্মেধ্যে নান্দাইল পৌর সদরে ১১টি পূজাঁ মন্ডপের মধ্য রয়েছে থানা কালীবাড়ি, চন্ডীপাশা বর্মণপাড়া, চন্ডী: দক্ষিনপাড়া সার্বজনীন,নান্দাইল বাজার সার্বজনীন, কাচারীর পিছন বাচ্চু সাহা, সোনালী ব্যাংক সংলগ্ন, পাটবাজার কালী মন্দির, ভূইয়াপাড়া, দক্ষিন নাথপাড়া, উত্তর নাথপাড়া ও চন্ডীপাশা আদর্শ পল্লী পূঁজামন্ডপ। এছাড়া ১নং বেতাগৈর ইউনিয়নের আত্মরামপুর সুশীল চন্দ্রবাড়ি,২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর, ৩নং নান্দাইল ইউনিয়নের সাভার পালপাড়া, ৪নং চন্ডীপাশা ইউনিয়নের কুড়াটি মদকবাড়ী ও ৫নং গাংগাইল ইউনিয়নের কান্দিউড়া মদনপুর, সুন্দাইল, ৬নং রাজগাতী ইউনিয়নের বড়াইল ধীতপুর, সাভার নাথপাড়া, চরশ্রীরামপুর আনন্দ বাজার, ৮নং সিংরইল ইউনিয়নের নারায়নপুর সার্বজনীন, ৯নং আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও পূজামন্ডপ, ১১নং খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ কালীমন্দির, মাঠিকাটা বাজার, পশ্চিম মহেশকুড়া রবিদাশবাড়ি ও ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা কালীর বাজার, রহিমপুর মেস্তরী বাড়ি পূজাঁ মন্ডপে শারদীয় দূর্গাপূঁজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নান্দাইল পূজাঁ উদযাপন পরিষদ কমিটির সভাপতি এডভোকেট শ্যামল কুমার গাংঙ্গুলী ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা বলেন, প্রতি বছরের ন্যায় সুশৃঙ্খল পরিবেশে পূজাঁ উদযাপন করতে প্রশাসনের সুদৃষ্টি সহ সকলের সহযোগীতা কামনা করেন। নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কর্তা এবিএম সিরাজুল হক জানান, সরকারী ভাবে ২৭টি পূজাঁ মন্ডপে আধা টন করে সাড়ে ১৩ মেট্টিক টন চাউল বরাদ্দ করা হয়েছে।

ছবি
ছবি

***গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আলহাজ্ব আব্দুল হামিদ মহোদয় সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।***

***স্বাস্থ্য সেবায় আন্তরিক প্রয়াস*** ***রোগীকে সর্বোচ্চ সেবাই প্রদানই আমাদের লক্ষ্যে । আজ শুধু ময়মনসিংহে নয়। আমাদের স্বাস্থ্য সেবা ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলাদেশ । স্বাস্থ্য সেবায় আন্তরিক প্রয়াস... মোঃ আবুল খায়ের বাবুল সাবেক চেয়ারম্যান ০২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ নান্দাইল, ময়মনসিংহ । ও ব্যবস্থাপনা পরিচালক আল-জান্নাত হাসপাতাল ও ডায়গনোষ্টিক প্রাইভেট লিমিটেট ময়মনসিংহ । মোবাইল নাম্বার : ০১৭১৩-৫২৯০৫৪।

***নান্দাইলে বাল্য বিবাহ নিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। *** *** ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে (৮অক্টোবর) হেমগঞ্জ বাজার সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে বাল্য বিবাহ নিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম প্রধান অতিথি, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মাহমুদা আক্তার, অফিসার ইনর্চাজ (তদন্ত) মোঃ রুহুল কদ্দুস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ইউপি সদস্য আতিক হাসান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাজী শামছুদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য আব্দুল হেলিম, সাংবাদিক আলম ফরাজী, মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারী মোঃ এনামুল হক বাবুল, এসআই মোঃ নাজিম উদ্দিন, নান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ হাতেম আলী প্রমুখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম বলেন, নান্দাইল উপজেলা তথা প্রথম পর্যায়ে নান্দাইল ইউনিয়ন পরিষদকে শতভাগ বাল্য বিবাহ মুক্ত করতে হবে। এছাড়া মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদির বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বিকাল-৪টা থেকে রাত ৭টা পর্যন্ত ব্যক্তিক্রম ধর্মী এই সামাজিক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।***

ছবি
ছবি

***নান্দাইলে সড়ক দুৃর্ঘটনায় নিহত-০১ জন ।*** ***ময়মনসিংহের নান্দাইলের মুশুলী ইউনিয়নের মহাসড়কে রসুলপুর দরগা বাড়ির সামনে আজ ০৭ অক্টোবর ০১৮ ইং দুপুরে সময় আচারগাওঁ ইউনিয়নের ধরগাঁও ব্যপারী পাড়া গ্রামের মোঃ আলী হোসেন (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।ইন্নালিল্লাহি................ রাজিউন।***

ছবি

***ময়মনসিংহ জেলা জাসদের বিপ্লবী সভাপতি, প্রখ্যাত আইনজীবি, সাবেক আইনজীবি সমিতির সভাপতি,মহাজোটের অন্যতম শীর্ষ নেতা,জাসদ সভাপতি মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিশ্বস্ত হাতিয়ার, নান্দাইলের কৃতি সন্তান,মহান মুক্তিযোদ্ধে বীরত্ব অর্জনকারী,যিনি খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার অাদায়ে প্রতিটি সংগ্রাম ও অান্দোলনের নেতৃত্ব দিয়ে দীর্ঘ ৪৩ বছর ধরে নিরলশ শ্রম দিয়ে যাচ্ছেন ১৫৪-ময়মনসিংহ-০৯ আসনে আলহাজ্জ্ব অ্যাড.গিয়াস উদ্দিন ১৪ দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী । তিনি নান্দাইলের সর্বস্তরের লোকজনের কাছে দোয়া ও সকল ধরনের সার্বক্ষনিক সহযোগীতা কামনা করেছেন ।***

ছবি

***নান্দাইলে ‘একটি বাড়ি একটি খামার’ ৩য় স্থান অর্জন*** ***ময়মনসিংহের নান্দাইলে সারাদেশের ন্যায় ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ ৩য় স্থান অর্জন করে। শনিবার নির্বাহী অফিসার মো. মোসাদ্দেক মেহেদী ইমামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সামনে বঙ্গবন্ধু চত্বরে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে পুুরষ্কার বিতরণ করা হয়। উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী ৩৪টি স্টল তাদের উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরে। এতে তাদের মধ্যে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ ৩য় স্থান অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপনের হাত থেকে পুরষ্কার গ্রহন করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড অফিসার মো. শফিকুল ইসলাম ঝুটন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পুরষ্কার গ্রহনকালে শফিকুল ইসলাম ঝুটন বলেন, নান্দাইল উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প খুব আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে উপজেলার দরিদ্র মানুষদের আমরা সেবা দিয়ে থাকি এবং তাঁরা গরু, ছাগল, হাঁস-মুরগী, টার্কি-তিথি সহ বিভিন্ন গবাদী পশু-পাখি পালন ও মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছে। উক্ত অনুষ্ঠানে নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতি ১ম স্থান ও উপজেলা কৃষি অফিস ২য় স্থান অর্জনের পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।***

ছবি

***নান্দাইলে ২ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার*** ***ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞার নির্দেশে শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুস সাত্তার কানারামপুর এলাকায় অভিযান চালিয়ে দূর্গাপুর উপজেলার মাখল জোড়া গ্রামের রতন (২৫), বি. বাড়িয়া জেলার নবীনগর উপজেলার মুসা (৪৫)কে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে শনিবার ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করেছে। বিষয়টি নান্দাইল মডেল থানার পুলিশ এস আই আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন।***

ছবি

***নান্দাইলে ৩ দিন ব্যাপি জাতীয় ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন।*** "উন্নায়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ " এই স্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করার পরপরই সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমামের সভাপতিত্বে উন্নয়ন মেলা উপলক্ষ্যে এক রঙ্গিন শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উন্নয়ন মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় শোভাযাত্রায় সংসদ সসদ্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি,পৌর মেয়র রফিকউদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অনুপম ভট্টাচার্য, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, কৃষি অফিসার মোঃ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবি এম সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজ্বী গাজী আব্দুস সালাম ভূইয়া বীরপ্রতীক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।***

ছবি

***বাংলাদেশ শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা শাখার উপ-কমিটির সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ১৫ নং কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল। *** ***তাকে ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তা ও sfnews24.com এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ***

ছবি

***গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন। ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত প্রস্ততিমূলক সভা।***

ছবি

***আগামী ১১ অক্টোবর ২০১৮ খ্রি. গণতন্ত্রের মানস কন্যা,বিশ্ব শান্তির অগ্রদূত,বিশ্ব মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহ আগমন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ কবির উদ্দিন ভূঁইয়া সহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।***

ছবি