পোস্টগুলি

আগস্ট, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

***ব্র্যাক এর স্বাস্থ্য কর্মীদের ডেলিভারি রোগী নিয়ে রমরমা ব্যবসা*** ***ময়মনসিংহের বিভিন্ন উপজেলার বিশেষ করে নান্দাইল ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সহ অন্যান্য উপজেলায় এলাকার ব্র্যাক ম্যাটারনিটি সেন্টারে চিকিৎসা সেবা নাম করে প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওর্য়াডের মডেল সেবিকা, স্বাস্থ্য কর্মীরা লোকজনের বাড়িতে বাড়িতে গিয়ে রোগীদেরকে চিকিৎসা সেবা দান বিষয়ে উদ্বুদ্ধ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ০১জন জানান যে, ময়মনসিংহ শহরে ২-৪ টি ক্লিনিক মালিক/প্রতিনিধি বিভিন্ন উপজেলার ব্র্যাক স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে নিজ নিজ ক্লিনিকে আসার জন্য উদ্বোদ্ধ করে। এবং প্রতিটি রোগী প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলেই ব্র্যাক কর্মীরা ৩-৪ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এবং এই সুযোগে প্রাইভেট হাসপাতালের মালিকরা বিপুল পরিমান টাকা রোগীদের কাছ থেকে হাতিয়ে / বাগিয়ে নিচ্ছে। এতে গ্রামের হতদরিদ্র, দরিদ্র, সুস্থ্য , অসহায় ব্যক্তিরাই চিকিৎসার নামে হয়রানির শিকার হচ্ছে। উল্লেখ্যে ব্র্যাক মডেল সেবিকা, স্বাস্থ্য কর্মীরা তারা তাদের নিজস্ব ম্যাটারনিটি সেন্টার/ময়মনসিংহ শহরে নিজস্ব হাসপাতাল থাকা সত্ত্বে ও সেখানে না নিয়ে কর্মীদের ইচ্ছায় কন্ট্রাককৃত প্রাইভেট হাসপাতালে নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা সহ কর্তৃক পক্ষের সুনজর সুদৃষ্টি আর্কষন ও হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। ***

***** ময়মনসিংহ নান্দাইল প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ মোর্শেদ উদ্দিন খানের পিতা মোঃ ইসমাইল হোসেন খান (১১০)’র নামাযে জানাযা মঙ্গলবার ( ২৮শে আগষ্ট) চামটা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযার পর নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইঁয়া, মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল সহ নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ছবি- মো: শাহাব উদ্দিন ফকির সাংবাদিক । *****

ছবি

*** নান্দাইলে চাঁদা আদায়ে বাঁধা দেওয়া ৪ যাত্রীদের কুপিয়ে আহত *** *** ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে গাড়ির চালকের কাছে চাঁদা আদায়ে বাঁধা দেওয়ায় পোশাক কর্মী ৩ পোশাককর্মী ও গৃহবধূকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পোশাক কর্মী আবদুর রউফ জানায়;গতকাল রোববার সকাল সারে ১১টার দিকে হোসেনপুর থেকে ঢাকা মেট্রো ন-১৭-৪৯৮৬ খোলা পিকআপে করে ১৮ জন যাত্রী গাজিপুরের মাওনা যাওয়ার পথে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজারের সাথে পুরাতন ব্রহ্মপুত্রের শাখা নদের ব্রীজের উপর পূর্ব থেকে যাতায়াত করা কাছ থেকে চাঁদা আদায় করার সময় পিকআপের চালক রশিদ ছাড়া চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে গাড়ি আটকিয়ে রাখলে পিকআপের যাত্রীগণ বাঁধা দিলে ৫/৬ জন দুর্বৃত্তরা দেশেীয় অস্ত্র রাম দিয়ে যাত্রীদের উপর চড়াও হয়ে এলোপাতারি কুপাইতে থাকে। গাড়ির চালক রুকন মিয়া অবস্থা বেগতিক দেখে পিছু হটে আহত যাত্রীদেরকে চিকিৎসা দিতে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসেন। আহতরা হলেন এমসি গ্রুপের পোশাক কর্মী মো:রফিকুল ইসলাম(৩০) তাঁর মাতা রোৗশেদা (৫৫), মো:সাদেক মিয়া(২২) ও মো:কাজল মিয়া(৩৫) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ চিকিৎসায েআবদুল্লাহ আল- মামুন জানায়; আহতদের মধ্যে রফিকুল ও তার মা রৌশেদার মাথায় ধাঁরালো অস্ত্রের আঘাত প্রাপ্ত হওয়ায় তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পর কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতের স্বজনরা জানায়;তাঁরা বিভিন্ন পোশাক কারকানায় থেকে কর্মরত থেকে বাড়ি থেকে মাওনায় ফিরছিলেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:কামরুল ইসলাম জানায়; ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ***

নান্দাইলে জমির সীমানা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।। ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে বড় ভাই খুন। জানাযায়, উপজেলার আচারগাঁও ইউনিয়নের পূর্ব শিবনগর গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র পল্লী পশু ডাঃ ফিরোজ মিয়া (৬০) তাঁর আপন ছোট ভাই মিলনের হাতে খুন হয়েছে। এলাকাবাসীরা জানান, সকালে দুই ভাইয়ের মাঝে জমির সীমানা নির্ধারনের জন্য কথা কাটাকাটি শুরু হয়ে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মিলন মিয়ার হাতে থাকা দারালো অস্ত্র দিয়ে রাগে ফিরোজ মিয়ার মাথায় আঘাত করে। পরে ফিরোজ মিয়ার অবস্থা খারাপ দেখে স্থানীয় লোকজন দ্রুত নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। অপর দিকে হাতাহাতি অবস্থায় ফিরোজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম মাসুদ ও মিলন মিয়ার পুত্র মোস্তুফা আহত হন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে। এদিকে ঘাতক ফিরোজ মিয়া পলাতক রয়েছেন।

ছবি

*** ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন। ***

*** ময়মনসিংহ উত্তর জাতীয়তাবাদী (বিএনপি) বাংলাদেশ ছাত্রদলের উত্তরের সংগ্রামী সভাপতি নিহাদ সালমান ডুননকে মোটর সাইকেলে শোডাউন ও বিশাল গণসংবর্ধা দেওয়া হয়। *** *** গণসংবর্ধনায় বক্তব্যে রাখছেন বিপ্লবী সভাপতি নিহাদ সালমান ডুনন, তার ভাষণে বারবার নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী/জননেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বারবার বক্তব্যেয় উল্লেখ করেছেন । তিনি আরোও বলেছেন দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই আমরা জয়ী হব। এছাড়া নেতা কর্মীদেরকে উদ্দেশ্যে করে বলেন আগত জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর সর্বস্তরের লোকজনের কাছে গিয়ে ভোটের মাধ্যেমে আমরা বিজয়ী হতে চাই। ***

ছবি

****** বিসমিল্লাহির রাহমানির রাহিম ***** *** আল্লাহু আকবর *** আল্লাহু আকবর *** আল্লাহু আকবর *** *** নান্দাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ****** পবিত্র ঈদ মোবারক ****** ****** মোঃ শাহাব উদ্দিন ফকির সাংবাদিক ****** ****** দপ্তর সম্পাদক, নান্দাইল প্রেসক্লাব, নান্দাইল, ময়মনসিংহ ।****** *** এস. কে টেলিভিশনের জেলা প্রতিনিধি, ময়মনসিংহ । ***

ছবি

***** আসসালামু আলাইকুম ***** ***** আজ পবিত্র হজ্ব ***** ***** লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুল্ক্’। অর্থাৎ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ এই ধ্বনিতে আজ মুখর হবে আরাফাতের ময়দান। তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান (হাজ্বী ) আজ মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা আরাফাতের ময়দানে থাকবেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন। মসজিদে নামিরাহ থেকে হজ্বের খুতবা দেবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আরাফাত ময়দানে অবস্থানের যে দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়, তাতে এই খুতবা এবং নামাজ দেখানো হয়। হজ্ব ভিসা নিয়ে যাঁরা সৌদি আরবে গিয়ে অসুস্থ্যতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে স্বল্প সময়ের জন্য আনা হবে। কারণ, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজ্বের অন্যতম ফরজ। পবিত্র হজ্ব পালন করতে গত বুধবার সারা বিশ্বের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কেউ গাড়িতে বা হেঁটে মিনায় পৌঁছান। ভাষা, বর্ণ ও লিঙ্গের ভেদাভেদ ভুলে বিশ্বের প্রায় ১৭২টি দেশের ২৫-৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান প্রতি বছর হজ্ব পালনের লক্ষ্যে মিনা থেকে আরাফাতে গমন করেন। মূলত ৯ জিলহজ্ব আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ্ব । ‘হজ্ব শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা করা’। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে হজ্ব । বাংলাদেশ সহ বিশ্বের ১৫০টির বেশি দেশ থেকে এবার প্রায় ২০ লাখ মুসল্লী হজ্ব পালন করছেন। বাংলাদেশ থেকে এসেছেন ৯৮ হাজারের বেশি হাজ্বী । আরাফাহ ও আরাফাত—এই দুটো শব্দই আরবীতে প্রচলিত। দৈর্ঘ্যে দুই মাইল, প্রস্থে ও দুই মাইল। এই বিরাট সমতল ময়দানের নাম আরাফাত। ময়দানের তিন দিক পাহাড় বেষ্টিত। ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে মক্কা হাদা তায়েফ রিং রোড। এই সড়কের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার উম্মুল কুরআ বিশ্ববিদ্যালয়। উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে প্রায় এক কিলোমিটার। সেখান থেকে দক্ষিণে মসজিদে নামিরায় গিয়ে আরাফাত সীমান্ত শেষ হয়েছে। এই ময়দানে ৯ জিলহজ্ব হজ্ব যাত্রীরা ‘অকুকে আরাফাহ’ করেন, অর্থাৎ আরাফাতে অবস্থান করেন। জাবাল মানে পাহাড়। জাবালে রহমত হলো, রহমতের পাহাড়। এই পাহাড়ে একটি উঁচু পিলার আছে। একে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলেন। পিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে সিঁড়ি করা আছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজ্বের ভাষণ দিয়েছিলেন। আজ আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। তাঁরা সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে। শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সেখান থেকে। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে (ন্যাড়া করে) গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সায়ি’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তাঁরা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, তত দিন তিনটি (বড়, মধ্যম, ছোট ) শয়তানকে ২১টি পাথর মারবেন। আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন। যাঁরা হজ্বের আগে মদিনায় যাননি, তাঁরা মদিনায় যাবেন। সৌদি হজ্ব মন্ত্রণালয় ও মোয়াচ্ছাসা কার্যালয় সূত্র জানায়, মক্কা, মিনা ও আরাফাতের ময়দানে সৌদি সরকারের পক্ষ থেকে সব হাজ্বীকে বিনা মূল্যে খাবার, বিশুদ্ধ পানিসহ সব সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান হাজ্বীদের নানা উপহার দিচ্ছে। সকাল থেকে সারা দিন হেলিকপ্টার মিনার চারপাশ টহল দেয়। জামারায় শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের পর হাজ্বীদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। তাঁরা কাল কোরবানি দেবেন। অধিকাংশ হাজ্বী নিজে বা বিশ্বস্ত লোক দিয়ে মুস্তাহালাকায় (পশুর হাট ও জবাই করার স্থান) গিয়ে কোরবানি দেন। কেউ কেউ ইসলামি উন্নয়ন ব্যাংকে (আইডিবি) ৪৯০ রিয়াল জমা দিয়ে কোরবানি দেন। পবিত্র হজ্ব পালন করতে এসে এ পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। বাংলাদেশের সব হাজ্বী সুস্থ আছেন। হজ্বের পাঁচ দিন মিনায় ৬-৫৬ নম্বর তাঁবুতে, বাংলাদেশ হজ্ব কার্যালয়ের কার্যক্রম চলবে। প্রতিদিন হাজ্বীদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় www.hajj.gov.bd. এই ঠিকানায়। আজ কাবা শরিফে গিলাফ পরানো হবে: আরবরা কাবাকে আবৃত করে রাখা কাপড়টিকে বলে কিসওয়া আর আমরা বলি গিলাফ। আজ কাবা শরিফের গায়ে পরানো হবে নতুন গিলাফ। প্রতিবছর (৯ জিলহজ্ব) হজ্বের দিন হাজ্বীরা সব আরাফাতের ময়দানে থাকেন এবং মসজিদে হারামে মুসল্লির সংখ্যাও থাকে কম। হাজিরা আরাফাত থেকে ফিরে এসে কাবা শরিফের গায়ে নতুন গিলাফ দেখতে পান। নতুন গিলাফ পরানোর সময় পুরোনো গিলাফটি সরিয়ে ফেলা হয়। পুরোনো গিলাফ কেটে মুসলিম দেশের সরকারপ্রধানদের উপহার দেওয়া হয়। *****

ছবি

***ব্র্যাক এর স্বাস্থ্য কর্মীদের ডেলিভারি রোগী নিয়ে রমরমা ব্যবসা*** ***ময়মনসিংহের বিভিন্ন উপজেলার বিশেষ করে নান্দাইল ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সহ অন্যান্য উপজেলায় এলাকার ব্র্যাক ম্যাটারনিটি সেন্টারে চিকিৎসা সেবা নাম করে প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওর্য়াডের মডেল সেবিকা, স্বাস্থ্য কর্মীরা লোকজনের বাড়িতে বাড়িতে গিয়ে রোগীদেরকে চিকিৎসা সেবা দান বিষয়ে উদ্বুদ্ধ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ০১জন জানান যে, ময়মনসিংহ শহরে ২-৪ টি ক্লিনিক মালিক/প্রতিনিধি বিভিন্ন উপজেলার ব্র্যাক স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে নিজ নিজ ক্লিনিকে আসার জন্য উদ্বোদ্ধ করে। এবং প্রতিটি রোগী প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলেই ব্র্যাক কর্মীরা ৩-৪ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এবং এই সুযোগে প্রাইভেট হাসপাতালের মালিকরা বিপুল পরিমান টাকা রোগীদের কাছ থেকে হাতিয়ে / বাগিয়ে নিচ্ছে। এতে গ্রামের হতদরিদ্র, দরিদ্র, সুস্থ্য , অসহায় ব্যক্তিরাই চিকিৎসার নামে হয়রানির শিকার হচ্ছে। উল্লেখ্যে ব্র্যাক মডেল সেবিকা, স্বাস্থ্য কর্মীরা তারা তাদের নিজস্ব ম্যাটারনিটি সেন্টার/ময়মনসিংহ শহরে নিজস্ব হাসপাতাল থাকা সত্ত্বে ও সেখানে না নিয়ে কর্মীদের ইচ্ছায় কন্ট্রাককৃত প্রাইভেট হাসপাতালে নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা সহ কর্তৃক পক্ষের সুনজর সুদৃষ্টি আর্কষন ও হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। ***

*** প্রতারণা চক্র *** *** ময়মনসিংহের নান্দাইল -ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এক প্রতারণা চক্র দল অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা নামে হিসাব রক্ষক, বিক্রয় কর্মী সহ বিভিন্ন পদে আর্কষনীয় বেতনে চাকুরী দেবে বলে গ্রামের সহজ, সরল, গরীব অসহায়, হতদরিদ্র, দরিদ্র, বেকার ছেলের কাছ থেকে জামানত বাবদ ৪০০০০-৫০০০০ হাজার টাকা করে প্রতি জনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। প্রতারণা চক্রের প্রধান অফিস: ০১,সেক্টর-১০,রোড -৪,উত্তরা, সেভেনস্টার হোটেলের ২য় তলা, ঢাকা। প্রশিক্ষণ কেন্দ্র: আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পার্শ্বে । এই প্রত্যারনার নামে বেনামে গাজীপুর, মাউনা সহ সারা দেশে ৩২ টি শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে।প্রতারনার শিকার হয়েছে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আলী, মোনায়েম, শফিক, বাদল। এছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ, মগটুলা ইউনিয়নের হীরা, সারোয়ার, রহমত, জুনাইদ (রাসেল), খাইরুল সহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই। তাই তারা চায় না তাদের মত অন্যরা প্রতারণার শিকার হউক । প্রধান প্রতারক হলেন মুকুল গাজী, আবুল কালাম আজাদ, সাজের্ন্ট গোলাম কিবরিয়া সহ আরোও অনেকই। তাদের সাথে জড়িত হয়ে চাকুরী দিবে বলে প্রতারণা করে আসছে। নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার মোয়াজ্জেমপুর, মাইজবাগ ইউনিয়নের ১৮-২২ বছরের কিছু সংখ্যক ছেলে জড়িত । অফিসের সাইন বোর্ডে লিখা বি আর এ ট্রেড ও এম জি ট্রেড ইলেকট্রনিক্স। তাই এসব প্রতারণা চক্রের কবল থেকে সাবধান থাকুন । আপনি হয়ত প্রতারণার চক্রের পরতে পারেন । ***

*** নান্দাইলে ইউএনও’র নেতৃত্বে বেতাগৈর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ *** *** ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নব-যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম বেতাগৈর ইউনিয়ন পরিষদের (প্রশাসক) নেতৃত্বে বেতাগৈর ইউনিয়নের ৮১৮৪জন দুঃস্থ্য অতিদরিদ্র ব্যক্তি পরিবারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্যে শস্য সহায়তা প্রদান করা হয়েছে। সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, ইউপি সচিব মোঃ শফিকুল ইসলাম, ট্যাগ অফিসার মোঃ আবু সাঈদ প্রকল্প বাস্তাবয়ন অফিসার এবি এম সিরাজুল হক উপস্থিত ছিলেন। বেতাগৈর ইউনিয়নের জন্য ১৬৩.৬৬০ মে:টন চাল বরাদ্দ প্রদান করা হয়। জনগণের মাঝে ৭দিন ব্যাপী উৎসব মুখোর পরিবেশে চাল বিতরণ কার্যক্রম মাস্টারুল সহ সম্পন্ন করা হয়েছে। স্থানীয় মিডিয়ার প্রতিনিধিরা চাল বিতরণ কার্যক্রম পর্যবেক্ষন করেন।***

ছবি
ছবি

যেসব এমপি টাকা নিয়ে কাজ করেন, দুর্নীতি করেন, তারা নমিনেশন পাবেন না। নমিনেশন দেওয়া হবে এলাকায় যার জনপ্রিয়তা আছে তাকেই। ------ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা

ছবি
ছবি

নান্দাইলে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি তুহিন ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা গোল চত্বরে ও কানারামপুর মোড়ে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের স্মরণে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। শনিবার (১৮ই) আগস্ট চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে নান্দাইল প্রেসকাব চত্বরে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া, গাংগাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আশরাফূজ্জামান খোকন, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এনামুল হক বাবুল, ওলামালীগ নেতা মাও: মুফতি মোশারফ হোসেন, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবলু মিয়া, চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির মেম্বার, আওয়ামীলীগ নেতা খাইরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রতন মেম্বার প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রথম শ্রেণীর ঠিকাদার মো. হাবিুবুর রহমান বাচ্চু ও মো. সাইফুল ইসলাম ২টি স্থাপনার নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে সাংবাদিক সহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন তাঁর বক্তেব্যে নান্দাইলের উন্নয়নের কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা ও তাঁর নিজের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান করেন। এছাড়া স্থানীয় জনগণ উন্নয়ন এবং নৌকার সাথে আছে কি না তা জানতে চাইলে জনগণ হাত উঠিয়ে সমর্থন জানান।

ছবি

নান্দাইলে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি তুহিন ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা গোল চত্বরে ও কানারামপুর মোড়ে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের স্মরণে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। শনিবার (১৮ই) আগস্ট চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে নান্দাইল প্রেসকাব চত্বরে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া, গাংগাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আশরাফূজ্জামান খোকন, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এনামুল হক বাবুল, ওলামালীগ নেতা মাও: মুফতি মোশারফ হোসেন, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবলু মিয়া, চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির মেম্বার, আওয়ামীলীগ নেতা খাইরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রতন মেম্বার প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রথম শ্রেণীর ঠিকাদার মো. হাবিুবুর রহমান বাচ্চু ও মো. সাইফুল ইসলাম ২টি স্থাপনার নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে সাংবাদিক সহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন তাঁর বক্তেব্যে নান্দাইলের উন্নয়নের কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা ও তাঁর নিজের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান করেন। এছাড়া স্থানীয় জনগণ উন্নয়ন এবং নৌকার সাথে আছে কি না তা জানতে চাইলে জনগণ হাত উঠিয়ে সমর্থন জানান।

ছবি
ছবি

*** গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু মহোদয়ের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন ময়মনসিংহ জেলা সমাজতান্ত্রিক দল জাসদের সংগ্রামী সভাপতি, আইনজীবি ও ১৫৪-ময়মনসিংহ-০৯ এর ১৪ দল থেকে সম্ভাব্যে মনোনয়ন প্রত্যাশী জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন মহোদয়, সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংগ্রামী সভাপতি মোঃ আব্দুল হাইয়ের সাথে একান্তভাবে গুরুত্বপূর্ণ আলাপ- আলোচনা করেন। ***

ছবি

*** ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের সৎ আর্দশবান, নিষ্ঠাবান, গরীব -দুঃখী অসহায় মেহনতি মানুষের একমাত্র আশ্রয়স্থল বা আস্থাভাজন ব্যক্তি মোঃ শামসুজ্জামান বাচ্চু সাহেব চেয়ারম্যান পদ প্রার্থী।তাই ইউনিয়নের সর্বস্তরের লোকজনের কাছে দোয়া চেয়েছেন। এবং তিনি সকলের কাছে সার্বক্ষনিক সার্বিক সহযোগীতা কামনা করেন। সকলেই তার জন্য দোয়া করবেন। আমি এই প্রত্যাশা কামনা করি। ***

ছবি

*** নান্দাইলে অজ্ঞাত এক লাশ উদ্ধার *** ময়মনসিংহের নান্দাইল পৌরসভা সদর থেকে সোমবার (১৩ আগষ্ট) অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। জানাযায়, নান্দাইল উপজেলায় দেওয়ানগঞ্জ রাস্তার পার্শ্বে একটি মুরগির খামারের সেড থেকে অজ্ঞাতনামা আনুমানিক (৬৫ ) এক ব্যক্তি লাশ নান্দাইল মডেল থানার পুলিশ উদ্ধার করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ কামরুল ইসলাম মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি।***

ছবি

*** ময়মনসিংহের নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের উত্তর পাড়া নিবাসী সাবেক মেম্বার মো: নজরুল ইসলাম সাহেবের পিতা: মোঃ আব্দুল মোতালেব সাহেব (৭০) ইন্তেকাল ফরমাইছেন। ইন্নালিল্লাহি‌‌.................................... রাজিউন। মরহুমের জানাযার নামায আজ বিকাল ৫.৩০ মিনিটের সময় কাদিরপুর বায়তুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা/কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাযায় শরিক হয়ে রুহের আত্মার মাগফেরাত কামনা করুন। ***

ছবি

*** বাঙালির কষ্টের মাস আগস্ট। শােকসিক্ত একটি দিন পনেরাে আগস্ট। *** *** পঁচাত্তরের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে নিহত হন। হাজার বছরের ঐতিহ্যসমৃদ্ধ বাঙালির পরাধীনতার গ্লানি কাটিয়ে তাঁর নেতৃত্বেই বীর-বাঙালি ছিনিয়ে এনেছিল চূড়ান্ত বিজয়। বিশ্ব-মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের মহান অভ্যুদয়ের তিনি ছিলেন অকুতােভয়-অদম্য । আপন জীবন বিপন্ন করে যিনি ছিলেন বাঙালির স্বাধীনতার স্বপ্নে বিভাের; তার বুকের পবিত্র রক্ত ঝরিয়ে সেদিন যারা উল্লাসে মেতেছিল তাদের কূটচালের কাছে আমাদের রাষ্ট্রযন্ত্র অনেকটাই অসহায়। তাই আজও আমরা জাতির জনকের যােগ্য স্বীকৃতি দিতে পারিনি। বিচারের আওতায় আনতে পারিনি সেইসব আত্মস্বীকৃত খুনিদের। বায়ান্নর ভাষা আন্দোলনের পথ ধরে প্রায় উনিশ বছর পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম। পেয়েছিলাম প্রিয় বাংলাদেশ। একটি লাল সবুজ পতাকা। প্রতিদিন বাতাসের ঘাড়ে এত রক্ত দুলছে তবু আমরা আমাদের চেতনায় আগুন জ্বালাতে পারিনি। পােড়াতে পারিনি হিংসা-বিদ্বেষ আর দুর্নীতির জ্বণ। যে রাজপথ এখনাে শহীদের রক্ত বুকে স্থির, যে বৃক্ষের পাতায় পাতায় এখনাে সবুজের দীর্ঘ কান্না, সেই পথ হেঁটে সেই বৃক্ষের ছায়ায় বসে এখনাে আমাদের প্রধান এবং প্রথম কাজ-জনকহীন দেশপ্রেমের ব্যবচ্ছেদ। তাহলে এতাে বছর পাড়ি দেবার কী প্রয়ােজন ছিল? কী প্রয়ােজন ছিল লাখাে মৃত্যু আর নির্যাতনের ক্ষেত্র প্রস্তুতির পশ্চিমপাকিস্তানের স্বৈরতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে এই দৌড়ের অর্থ কী? মাতৃভাষায় কথা বলার অধিকার আর স্বাধীনতা-প্রাপ্তির খাতায় একটি নাম লেখানাে ছাড়া তার অন্য কোনাে পাতায় একটিবারও কি মােটা অক্ষরে সমৃদ্ধি শব্দটি লিখতে পেরেছি? ‘দেশপ্রেম' শব্দটি লিখতে পেরেছি? স্বীকৃতি দিতে পেরেছি জাতির জনককে? এই ব্যর্থতার দায় কার? আমাদের সবার, নাকি স্বপ্নের বিপক্ষে দাঁড়ানাে কিছু স্বার্থন্বেষী মানুষের। উর্দুর বিপরীতে এখন ইংরেজি আমাদের শব্দটির মাথায় চেপে বসেছে পরাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অবিসংবাদিত নেতা। তিনি বাঙালি জাতিকে একত্রিত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। একথা অস্বীকার করার অর্থই হচ্ছে স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা। যুগ যুগ ধরে পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ ছিলাম । দুশাে বছর ইংরেজশাসনের পর ১৯৪৭ সালে আসে নামমাত্র স্বাধীনতা। এ সুযােগে বাংলাদেশের মানুষকে শােষণ করে পাকিস্তানি শাসকগােষ্ঠী তাদের অঞ্চলকে সমৃদ্ধ করতে থাকে। তারই অনিবার্য পরিণতিতে শুরু হয় শাসনশােষণের বিরুদ্ধে সংগ্রাম। বাংলার জনগণের জন্য একটি স্বাধীন-সার্বভৌম দেশের একমাত্র স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর। তাই তিনি ১৯৪৭ সালের আগেই ইংরেজ ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। বঙ্গবন্ধু ও তার সুযােগ্য সহযােগীরা ১৯৪৭ সালের অক্টোবর মাসে ডেমােক্র্যাটিক ইয়ুথ লীগ গঠন করেন। কিন্তু তাত্ত্বিকতা ও বাস্তবতার মধ্যে সুষ্ঠু সমন্বয় না-থাকার ফলে সে প্রতিষ্ঠান দাঁড়াতে পারেনি। বঙ্গবন্ধু এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন—“দেশের মানুষকে না গড়ে, দেশের মানুষকে মবিলাউজড না করে পরিষ্কার আদর্শ না নিয়ে চলা যায় না।' ১৯৪৮ সালে পাকিস্তানি শাসকগােষ্ঠী বাংলা ভাষা ও কৃষ্টির ওপর আঘাত হানে। উর্দুকে চাপিয়ে দিতে চায় বাংলা-ভাষাভাষি সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর। ১৯৪৮ সালের ৫ জানুয়ারি ছাত্রলীগের জন্ম ভাষা-আন্দোলনের দাবিকে আরও জোরালাে করে তােলে। ভাষা-আন্দোলনের জন্য বঙ্গবন্ধু কারাবরণ করেন। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার মাঠে-প্রান্তরে, গ্রামে গ্রামে কীভাবে চারণের মতাে তিনি নিরলস কাজ করে গেছেন তার হৃদয়গ্রাহী বর্ণনা করেন। সেই সভায় তিনি নেতাকর্মীর আত্মত্যাগ, বাঙালি জাতির জীবন উৎসর্গ এবং দেশগঠনে তাদের করণীয় সম্পর্কে মূল্যবান পরামর্শ ও উপদেশ দেন, যা সবসময় জাতির জন্য করণীয় ও আদর্শ হয়ে আছে। ১৯৫৫ সালে ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় বাংলার পূর্ণ স্বায়ত্তশাসনের আন্দোলন। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আপসহীন সংগ্রাম। বারবার বিপন্ন জীবনের মুখােমুখি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখেন। দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধ, ত্রিশ লাখ মানুষের আত্মদান, তিন লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে লেখা হয় এক মহান বিজয়ের মহাকাব্য। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও বঙ্গবন্ধু বিজয়ীর বেশে ১৯৭২ সালের ১০ জানুয়ারি ফিরে আসেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে। ফিরে আসেন তার প্রিয় জনগণের মাঝে। শুরু হয় দেশ গড়ার কাজ; জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের নতুন সংগ্রাম। মুক্তিযুদ্ধ চলাকালেই পাকিস্তানে বঙ্গবন্ধুর ফাঁসির হুকুম হয়। কিন্তু বিশ্ব-জনমতের চাপে পাকিস্তানি জল্লাদরা তা কার্যকর করার সাহস পায়নি। অথচ স্বাধীন বাংলাদেশে তাদের প্রেতাত্মা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা অর্জনের পর তিন যুগ অতিক্রম হলেও আমরা আমাদের জাতির পিতাকে যােগ্য স্বীকৃতি দিতে পারিনি। অথচ আমাদের মুক্তিযুদ্ধের সমৃদ্ধ এবং সঠিক ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে সঠিক ইতিহাস প্রণয়ন প্রয়ােজন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক স্বীকৃতির বিষয়টি কেন বারবার পিছিয়ে যায়? প্রশ্ন ওঠে? কারা প্রশ্ন তােলে? তাঁর হত্যার দিবসটি কেন জাতীয় শােক দিবস হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে পালন করা হয় না? জাতি হিসেবে আমাদের অস্তিত্বগাঁথা এতাে ম্লান হবে কেন? যাঁর আত্মত্যাগ ছাড়া স্বাধীন দেশের স্বপ্ন স্বপ্নই থেকে যেত; তাঁকে যথাযথ মূল্যায়নে কোনাে বাধা থাকা উচিত নয়। এবারের ১৫ আগস্ট জাতীয় শােক দিবস হিসেবে পালন করে তাঁর আত্মাকে কিছুটা হলেও শান্তি দিতে পারি, শশাধ করতে পারি রক্তের ঋণ। প্রয়ােজনে সংবিধানে হাজার অনুচ্ছেদ যুক্ত হলেও ক্ষতি নেই। বরং এতে সংবিধানের একটি প্রকৃত শূন্যতার অবসান হবে। ***

ছবি

আজ রাতে রসুলপুর নূরজাহান মহলে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি মহোদয়ের সাথে নেতাকর্মীদের আলোচনা।

ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 'অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা' ফলন বৃক্ষ মেলা-২০১৮খ্রি. তারিখ:০৮ -১০ আগস্ট খ্রি. আয়োজনে: কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন নান্দাইল উপজেলা ১৫৪-ময়মনসিংহ-০৯ নান্দাইল এর মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন,উপজেলা নির্বাহী অফিসার মোসাদেক ইমাম মেহেদী, মহিলা ভাইস- চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা আনসার ভিডিপি অফিসার ভারপ্রাপ্ত নুরুন্নাহার, সাংবাদিকবৃন্দ সহ নান্দাইলের ছাত্র-ছাত্রীরা সহ কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন সাহেবের স্টল পরিদর্শন...

ছবি

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার চারিআনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরিত্যক্ত ডোবা থেকে আবুল মনছুর (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৬ আগস্ট) নান্দাইল মডেল থানা পুলিশ পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। যুবকের মৃত্যুর বিষয়ে কোন কারণ জানা যায়নি। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ছবি

*** নান্দাইলে ৪ দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ শুরু *** *** ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চার দিনব্যাপী কাজী,ইমাম,ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা হলরুমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি প্রশিক্ষণ উদ্ভোধন করেন। উপজেলা পরিষদের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তবে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আমি আপনাদের কাছে আশা রাখবো বাল্যবিবাহ সম্পর্কে এই প্রশিক্ষণ থেকে আপনারা শিক্ষা গ্রহন করবেন এবং দেশ ও সমাজের কল্যানে তা প্রয়োগ করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, নান্দাইল প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, নিকাহ্ রেজিষ্টার কাজী শামছুদ্দিন আহম্মেদ, বরকত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষক সালমা আক্তার ও সঞ্জিতা রাণী দাস। ৪দিনের এই কর্মশালায় প্রতিদিন ৩৫জন করে ১৪০জন বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ যোগদান করবেন।

ছবি