পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

***প্রথম বার বাংলাদেশের মহিলা "মেজর জেনারেল" হলেন "সুসান গীতি"।*** ইতিহাসে প্রথম মহিলা মেজর জেনারেল হলেন- "সুসান গীতি" এটা সম্ভব হয়েছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। যোগ্য যেই হোক তাকে তার যোগ্য স্থানে দিতে সর্বদা প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী।***

ছবি

***আগামীকাল ০১ অক্টোবর ২০১৮ খ্রি *** ***জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ -২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ১৫৪-ময়মনসিংহ-০৯ নান্দাইল আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন । প্রাথমিক বিদ্যালয়গামী ০৫ - ১২ বছর বয়সী এবং মাধ্যমিক বিদ্যালয়গামী ১২ -১৬ বছর বয়সী সকল শিক্ষার্থীকে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হইবে।*** ***নান্দাইলে প্রায় ১ লক্ষ ৪৯ হাজার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হইবে।***

ছবি
ছবি

***নান্দাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক।*** ***ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পরিবারের লোকজন ঘাতক স্বামী মাতাব উদ্দিন ওরফে মাতু (৭৫)কে ঘরে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর আউটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন (৬৫) নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর আউটপাড়া গ্রামের মাতাব উদ্দিন ওরফে মাতুর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মাতাব উদ্দিন ওরফে মাতুর সাথে তার স্ত্রী আমেনা খাতুনের শনিবার ভোরে পারিবারিক বিষয় নিয়ে কাটাকটির এক পর্যায়ে স্বামী তার স্ত্রী আমেনা খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘাতক স্বাামীকে ঘরে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বাামী মাতাব উদ্দিন ওরফে মাতুকে আটক করে থানায় নিয়ে আসে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম মিয়া এ ব্যাপারে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে,এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।***

***নান্দাইলে বিশ্ব হার্ট দিবস ও বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত।*** ***আজ ২৯ সেপ্টেম্বর ২০১৮খ্রি. ময়মনসিংহ প্রশাসন কর্তৃক আয়োজিত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্ব হার্ট দিবস -২০১৮ এবং বিশ্ব জলাতঙ্ক দিবস -২০১৮ উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত। হার্টি দিবসের প্রতিপাদ্য বিষয় হল: আমার হার্ট,তোমার হার্ট,সুস্থ্য রাখতে অঙ্গীকার করি একসাথে। জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য বিষয়:জলাতঙ্ক: অপরকে জানান,জীবন বাঁচান। উক্ত রেলি ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভট্টাচার্য্য , আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাঈদ ,সিনিয়র কনঃ গাইনী ডাঃ দেলোয়ারা পারভীন ডলি,মেডিকেল অফিসার ডাঃ কান্তিষ কুমার, সাংবাদিক এডভোকেট হাবিবুর রহমান,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নারায়ণ চন্দ্র সরকার, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান, সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।***

***প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর ২০১৮ সোমবার জাতিসংঘ অধিদপ্তরে জাতিসংঘের স্থায়ী মিশন যুক্তরাষ্ট্রের উদ্যোগে “Global Call to Action on World Drug Preblem” বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করেন ।***

ছবি

***আগামী ২৬/০৯/২০১৮ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের (সচিব) হাওড় রত্ন সাজ্জাদুল হাসান সাজ্জাদ মামা পরিদর্শন করবেন, নেত্রকোনা জেলার বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সীর ম্মৃতি বিজড়িত আবাসস্থল, মোহনগঞ্জ উপজেলাধীন ০৩নং তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রাম।***

ছবি

***শুক্রবার(২৮সেপ্টেম্বর)-২০১৮খ্রি. সাংবাদিক সাইফুল ইসলাম শামীম স্মরণেে নান্দাইল চৌরাস্তা জামে মসজিদে‌ বাদ আছর দোওয়া ও মিলাদ মাহফিল।*** ***আয়োজনে : নান্দাইল প্রেসক্লাব, নান্দাইল, ময়মনসিংহ ।***

***ময়মনসিংহ নান্দাইল উপজেলার বাহাদুরপুর কালাসরকারের বাজারে মত বিনিময় সভায় বক্তব্যে রাখছেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও ময়মনসিংহ শহরের আল-জান্নাত হাসপাতাল প্রাইভেট লিমিটেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল খায়ের বাবুল।***

ছবি

*** মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিনের মত জনবান্ধব এমপি নান্দাইলে বারবার হওয়া প্রয়োজন-সাংবাদিক নেতৃবৃন্দ, নান্দাইল, ময়মনসিংহ ।

***ময়মনসিংহ ০৯ আসন*** ***নান্দাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনের গণসংযোগ *** ***ময়মনসিংহের নান্দাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন বিন আবদুল মান্নান ব্যাংক গণসংযোগ করেছেন । তিনি মালয়েশিয়া বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ।গণসংযোগকালে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে গড়া বিএনপির মাধ্যমে নান্দাইলকে নতুন করে সাজাতে চেষ্ঠা অব্যাহত থাকবে। এছাড়া মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, নান্দাইলের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ নির্বাচনী বোর্ড অবহিত আছেন । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী সহ নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে নির্বাচনের আশা ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।***

ছবি

***নান্দাইলের বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কবির উদ্দিন ভূইঁয়াকে বৃহস্পতিবার গাংগাইল ও চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক সংবর্ধনা জ্ঞাপন করা হয়।***

ছবি

***ময়মনসিংহের নান্দাইল উপজেলার নবগঠিত ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের সুপরিচিত স্বনামধন্য হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত, ধনী, গরীব- দুঃখী অসহায়, দুঃস্থ মেহনতি মানুষের আশ্রয়স্থল ও আস্থাভাজন ব্যক্তি মোঃ বাচ্চু মিয়া চেয়ারম্যান পদ প্রার্থী । ইউনিয়নের সর্বস্তরের লোকজনের কাছে দোয়া চেয়েছেন। এবং সকলের একান্তভাবে সার্বিক সহযোগীতা কামনা করেন। ***

ছবি

*** ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর মিনি স্টেডিয়ামের মাঠে এম পি আই এস স্পোটিং ক্লাবের শুভ উদ্বোধন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট-২০১৮খ্রি. আজ ২০ সেপ্টেম্বর ০১৮ইং রোজ বৃহস্পতিবার ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মোয়াজ্জেমপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মুর্শেদ. আলী, প্রধান উদ্বোধক খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মাসুদ পারভেজ,মোয়াজ্জেমপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান কবির, ছাত্রলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাবেক ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতির ছোট ভাই মোঃ মোস্তাকিম, কানুরামপুর বাজারের মাইশা মটরসের বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম ভূঁইয়া, নান্দাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নান্দাইল উপজেলা শাখার যুগ্ন সম্পাদক ও এস কে টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শাহাব উদ্দিন ফকির সহ মাসুদ পারভেজ আইডিয়াল স্কুলের শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন । এছাড়া বহিরাগত লোকজনের আগমনের ভিড় ছিল।***

ছবি

***বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ১৭৩ প্রার্থী চুড়ান্ত। বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য,১৫৩-ময়মনসিংহ-০৮ ঈশ্বরগঞ্জ, ১৫৪-ময়মনসিংহ-০৯ নান্দাইলের ০৪ বারের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য খুররম খান চৌধুরী। সুত্র ঃ কালের কন্ঠ।

ছবি

***প্রধানমন্ত্রীর স্নেহ নিলেন তৃতীয় লিঙ্গের ময়ূরী*** ***তৃতীয় লিঙ্গের প্রতিনিধি দল জাতীয় সংসদে গিয়ে দেখা করল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। নিয়ে এলো তার স্নেহ। হিজরা হিসেবে পরিচিত এই জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। আর এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেই রবিবার পাঁচ সদস্যের প্রতিনিধি দল যায় প্রধানমন্ত্রীর কাছে।*** ***প্রতিনিধি দলের সদস্যরা জামালপুরে ‘সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠনের হয়ে কাজ করেন। তারা বর্তমান সরকারের আমলে নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আবিদা ইসলাম ময়ূরী এই দলের নেতৃত্ব দেন। তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন। আর প্রধানমন্ত্রীও তার গায়ে হাত বুলিয়ে আদর করে দেন।*** ****প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানান, ‘এ সময় সেখানে আবেগঘন পরিবেশের তৈরি হয়।’*** "***ময়ূরি প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমি আপনার সন্তানের মতো।’ আর শেখ হাসিনা বলেন, ‘ হ্যাঁ, তুমি আমার সন্তানের মতোই।’*** ***তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সমাজে অনেকটাই অচ্ছুৎ হিসেবে দেখা হয়। আর তারাও বেঁচে থাকতে জীবিকার অন্বেষনে চাঁদা আদায়ের পথ বেছে নিয়েছে। এ নিয়ে নানা সময় নানা ঘটনাও ঘটেছে। কিন্তু বর্তমান সরকার তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধক পেশায় নিয়োজিত করতে চায় তাদের। সেই সঙ্গে চালু করা হয়েছে ভাতা।*** ***প্রধানমন্ত্রীকে ময়ূরী বলেন, ‘অতীতে কোনো সরকারই তৃতীয় লিঙ্গের মানুষের কল্যাণে এত কাজ করেনি।’ প্রধানমন্ত্রী বলেন, তিনি অন্য সব নাগরিকদের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারও নিশ্চিত করতে কাজ করছেন। তাদের স্বার্থে সরকার নানা উদ্যোগ নিয়েছে, আরও নতুন নতুন প্রকল্প নেয়া হবে।***

ছবি

***গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর শুভ উদ্বোধন হল।***

ছবি

***আজ জাতীয় সংসদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে হিজড়া সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করেন।***

ছবি

***ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর মুক্ত (চিলা বাজার) আজ ১৬ সেপ্টেম্বর-২০১৮খ্রি. রোজ রবিবার সকাল ১০টার দিকে কয়েক জন তরুন চিলা বাজারে এসে ধুমপানে উৎসাহিত করনে প্রচারণা চালায়। এসময় তারা আলম বিড়ি খাওয়ার জন্য সকলকে উৎসাহিত করে। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বিড়ি লাইসেন্স নং,আই,এন নং ০০০৫৮৫৩২৯। তাদের বিড়ির প্যাকেটের গায়ে লিখা আছে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । কিন্তু তারা প্রচারনার সময় একবার ও বলছে না ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বরং তারা মূর্খ,শ্রমজীবি মানুষদের এই বলে উৎসাহিত করছে যে, ১২টি খালি প্যাক জমা দিলে ১টি ম্যাচ ফ্রি ৩৬টি খালি প্যাক জমা দিলে ১টি সেন্টু গেঞ্জি ফ্রি। অথচ ধুমপান আইনে বলা আছে মানুষকে ধুমপানে উৎসাহিত করা যাবে না। এ নিয়ে স্থানীয়ভাবে জনমনে ক্ষোভ বিরাজ করছে।তারা জানিয়েছেন, সরকার ধুমপান মুক্ত করনে চেষ্ঠা করছে অথচ তারা মানুষকে ধুমপানে উৎসাহিত করছে। বাজারের ডাক্তাররা জানিয়েছেন এমনিতেই এ এলাকার অনেক রোগীই ধুমপানের কারণে মারাত্মকভাবে রোগাক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় আলম বিড়ির এমন প্রচারণা খুব দুঃখজনক! এহেন ঘৃণ্য কর্মকান্ডের জন্য উক্ত কোম্পানীর লাইসেন্স বাতিল করা হোক।***

ছবি
ছবি

*** গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও আমি সাংবাদিক মোঃ শাহাব উদ্দিন ফকির । ***

ছবি
ছবি

***কলামিষ্ট সাইদুর রহমানের মাতার ইন্তেকাল।*** ***নান্দাইল শহীদ স্মৃতি অাদর্শ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস সাবেক ছাত্র লীগ নেতা, লেখক কলামিষ্ট,সমাজ সেবক সাইদুর রহমানের মাতা অামেনা খাতুন(৯০)বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর বেলা পৌনে ৫টার দিকে বার্ধক্যজনিত রোগে রসুলপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজিউন।মৃত্যকালে তিনি ৩ পুত্র ৩ কন্যানসহ অাত্মীয়স্বজন নাতি নাতনি অসংখ্য গুনগ্রাহী রেখে যান।মরহুমার মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাব গভীর শোক প্রকাশসহ পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।***

*** নান্দাইলে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা আদায় *** ***ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর নান্দাইল বাজারে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালনা করে হাসপাতাল রোড মালেক বেকারীর রাকিবুল ইসলামের নিকট থেকে নিন্মমানের বেকারী সামগ্রী, পচাঁবাসী মেয়াদ উর্ত্তীর্ণ সামগ্রী পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা, নান্দাইল বাজারের প্রসিদ্ধ মিষ্টির দোকান শৈলা মোদকের দোকানে ২৫০ গ্রাম ওজনের কাগজের ঠোঙ্গা ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমান, তপনসাহা মনিহারি দোকানে ৩০ হাজার টাকা অরুণ মোদক এর দোকানে পলিথিন, নিন্মমানের খাদ্য সামগ্রী ইত্যাদি অভিযোগে ১০ হাজার টাকা সহ প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের সর্তক করা হয়েছে। অপরদিকে নান্দাইল বাজারে সাব-রেজিস্ট্রার অফিস পর্যন্ত সকল অবৈধ স্থাপনা আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় জরিমানা সহ প্রশাসনের উদ্দ্যোগে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার। এসময় নান্দাইল মডেল থানার পুলিশ সহ আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা উপজেলা প্রশাসনের সাথে দায়িত্ব পালন করে।***

ছবি

শুভ জন্মদিন ~ বঙ্গবন্ধু তনয়া~শেখ রেহেনা।।

ছবি