পোস্টগুলি

জুন, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Argentina is best and my favourite team. আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নাইজেরিয়াকে ২-১গোলে হারিয়ে ২য় রাউন্ড নিশ্চিত করল...

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ক্লিন ইমেজ,তারণ্যের অহংকার জাসদের বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ আমরু মিয়া বক্তব্যে রাখছেন ।

ছবি

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আজিজুল হক সাহেবের ২৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। তিনি ১৯৯১ সালের (২৬ জুন) দিবাগত রাতে আনুমানিক ১০:৩০ ঘটিকায় সংঘবদ্ধ দুস্কৃতকারীদের হাতে মর্মান্তিকভাবে নিহত হন। তাই পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

ছবি

সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন অালহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি...

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বি আর ডিবির সাবেক চেয়ারম্যান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারন সম্পাদক, ময়মনসিংহ প্রেসক্লাব ফোরামের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক মো: এনামুল হক বাবুল সাহেব...

ছবি

*** নান্দাইলে সাবেক পৌরসভার মেয়র এ. এফ. এম অাজিজুল ইসলাম পিকুলের মাতা রওশনঅারা ইসহাকের দাফন সম্পন্ন:- ------------------- সৌদি অারব বিএনপির পূর্বাঞ্চল কমিটির সভাপতি বিশিষ্ঠ শিক্ষাবিদ অা. ক. ম রফিকুল ইসলাম, সাবেক ঢাবির ছাত্রনেতা এডঃ অানোয়ারুল ইসলাম চাঁন ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা এ. এফ. এম অাজিজুল ইসলাম পিকুলের মাতা রওশন অারা ইসহাক (৮২) এর নামাযের জানাযা সোমবার বিকাল-৩টায় পৌরসদরে চারঅানিপাড়াস্থ নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পর মরহুমাকে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হয়। জানাজায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ নান্দাইল উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ/ বিপুল সংখ্যক মুসুল্লী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অংশ গ্রহন করেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমার দুই পুত্র একে. এম রফিকুল ইসলাম ও এডভোকেট আ.ক.ম আনোয়ারুল ইসলাম চাঁন। ***

ছবি

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনারোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ নির্দেশনা প্রদান করেন । (১) গাড়ি চালক ও হেলপারদের (সহকারী) প্রশিক্ষণ প্রদান করতে হবে। (২)দূরপাল্লার বাসযাত্রায় বিকল্প চালক রাখতে হবে। এক্ষেত্রে পাঁচ ঘণ্টা পর পর চালক পরিবর্তন করতে হবে। (৩) চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে হবে। (৪)চালকদের জন্য মহাসড়কের পাশে বিশ্রামাগার রাখতে হবে। (৫)অবশ্যই সিগন্যাল মেনে চলতে হবে। বিকল্প চালকের ব্যবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত নিয়ম হচ্ছে, দূরের যাত্রায় একজন চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব নির্দেশনা কার্যকরের বিষয়টি তদারকি করবে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। তিনি বলেন, ঈদের পর বেশ কিছু সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রাণহানির ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

ছবি

সুসংবাদ। ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব জি এম সালেহ উদ্দিন মহোদয় আজ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এই পদোন্নতিতে ময়মনসিংহ জেলা প্রশাসন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। স্যারকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

ছবি

নান্দাইল পৌরসভার সাবেক মেয়র অাজিজুল ইসলাম পিকুলের মায়ের ইন্তেকাল ------------------- সৌদি অারব বিএনপির পূর্বাঞ্চল কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অা,ক,ম রফিকুল ইসলাম, সৌদি অারবে বসবাসরত সাবেক ছাত্রনেতা এডঃ অানোয়ারুল ইসলাম চাঁন ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা এএফএম অাজিজুল ইসলাম পিকুলের মাতা রওশনঅারা ইসহাক(৮২)বার্ধক্যজনিত রোগে রোববার বেলা ২ ঘটিকার সময় ঢাকা এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)মৃত্যুকালে তিনি ৭ পুত্র ৩ কন্যাসহ নাতি নাতনী অাত্বীয় স্বজন রেখে যান। মরহুমার রেখে যাওয়া পুত্ররা সবাই প্রতিষ্টিত। সোমবার বিকাল ৩ ঘটিকার সময় পৌরসদরের চারঅানীপাড়াস্থ নিজ বাড়িতে মরহুমার জানাজার পর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র থেকে জানা গেছে।

ছবি

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল এর মায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।।

ছবি

গতকাল ২৩ জুন ২০১৮খ্রি. ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার মাধ্যেমে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব জি. এম সালেহ উদ্দিন মহোদয় সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ...

ছবি

*** ময়মনসিংহে বিরল রোগে আক্রান্ত শিশু ফিহা বাঁচতে চায় ।।*** আম্মু আব্বু একটা মজার কথা শুনো, সবাই খাচ্ছে মিষ্টি, মাংস, পোলাও আর আমার খাবার একমুটি বড়ি? তাও আবার সেলাইন দিয়ে খেতে হচ্ছে! মজা না আব্বু খুব মজা! বুজতে পারছি আমি খুব অসুস্থ্য। সবাই মিথ্যা বলে আমাকে ফাঁকি দিচ্ছে তাই না! আচ্ছা তোমরাই বলো একই খাবার দিনে ৩ বার কি কেউ খেতে পারে? আমার আর এই গুলো খেতে ভালো লাগেনা। ঈদে বাসায় নিলেনা, ঈদের খাবার কি আমি খাবোনা? এবার কি নানুর বাড়িতে ঘুরতে নিয়ে যাবে না? এমন দুঃখভরা ক্লান্ত সুরে এভাবেই কথা গুলো বলছিলেন, বিরল রোগে আক্রান্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের উজানদাস পাড়া কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) দায়িত্বে থাকা মোছাঃ তাছলিমা আক্তারের (কল্পনা) ফুটপুটে হাসোজ্বল শিশু কন্যা মোছাঃ তাসমীয়া ফাইরুজ ওরফে ফিহা (১১)। তার বাবার নাম ফেরদৌস আলম। সে পেশায় একজন কৃষক ও ফিসারীজ ব্যবসায়ী ছিলেন। কিন্তু মেয়ের চিকিৎসার জন্য ভিটে বাড়ি ছাড়া সবই বিক্রি করে দিয়েছে এই হতোভাগ্য বাবা। মায়ের চাকুরি থেকে বাঁচানো সঞ্চয়ের কিছু টাকা ছিল, সে গুলোও মেয়ের পিছনেই খরচ হয়ে গিয়েছে। সব কিছু বিক্রি করেও টাকার অভাবে একমাত্র মেয়ের উন্নত চিকিৎসা করাতে ব্যার্থ হয়েছেন এই দম্প্রতি। তাই মানবিক সাহায্যের জন্য দেশের বৃত্তবান ও ধনাঢ্য ব্যাক্তিদের কাছে মেয়ের উন্নত চিকিৎসার খরচ মেটাতে সাহায্য চেয়ে আবেদন করেছেন। মায়ের আকুতি, সবাই এই অবুজ শিশুটির পাশে দাঁড়ান। আপনাদের সহানুভুতি ও সহায্যই আমার মেয়ের মুখে একটু হাসি ফুটাতে পারে। জানা যায়, গত ৩০ এপ্রিল ২০১৮ তারিখ থেকে শিশু ফিহার শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এমন অবস্থা দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন পরিবার। পরবর্তীতে ১ মে ফিহার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে Pediatric Haematology & Onecoligy বিভাগের প্রফেসর ডাঃ মোঃ আনোয়ার করিমের তত্বাবধানে ঢাকার পান্থপথ এলাকায় গ্রীনরোডের হেলথ এন্ড হোপ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফিহার শরীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে রক্তের Haemoglobin 3.2g/dl ও Platelets Count - মাত্র 7000/ cmm থাকায় Bone Marrow টেস্ট করতে দেরি হয়। পরবর্তীতে ২৬ মে এই কঠিনতম পরীক্ষা সম্পন্ন করে ৩০ এপ্রিলের রির্পোটে জানা যায়, ফিহার এ প্লাষ্টিক এনেমিয়া রোগ হয়েছে। যেই রোগটি ব্লাড ক্যান্সার থেকেও মারাত্মক এবং এর চিকিৎসা প্রচুর ব্যয়বহুল বলে চিকিৎসকরা জানিয়েছেন। আরও জানা যায়, বাংলাদেশে এই রোগের চিকিৎসা করালে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় ১ কোটি টাকা খরচ হতে পারে। তাও আবার আরোগ্য লাভ করার সম্ভাবনা খুবই কম। বিদেশে এই চিকিৎসা করালে প্রচুর টাকার প্রয়োজন। যা তার তার পরিবারের পক্ষে ধারণ ক্ষমতার সম্ভব নয়। ইতি মধ্যে ১ মাসে প্রায় ৭ লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। এখন প্রতিদিন বিভিন্ন ধরনের রক্ত গ্রহণ, চিকিৎসা ও অন্যানভাবে প্রচুর খরচ হচ্ছে। যা বহন করার ক্ষমতা এই পরিবারের পক্ষে হয়তো অল্প কিছুদিনের শেষ হয়ে যাবে। টাকার অভাবে ঝড়ে যাবে নিষ্পাপ কোমলমতী ফুটফুটে কচি একটি প্রাণ। ভেঙ্গে যাবে একটা পারিবারের সাজানো ফুলের বাগান। তাই এই পরিবারটি সকল বন্ধু বান্ধব, সমাজের সচেতন ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধনাট্য দানবীর, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকতা/কর্মচারী মহোদয়গণ সকলের প্রতি বিনীতভাবে অনুরোধপূর্বক একটি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাই আসুন নিজ নিজ সামথ্য অনুযায়ী অল্প কিছু অর্থ দিয়ে একটি ফুটফুটে নিষ্পাপ কোমলমতী শিশুর প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। যোগাযোগঃ মোছাঃ তাছলিমা আক্তার (কল্পনা) এ্যাকাউন্ট নং-১৩০০১, রুপালী ব্যাংক ত্রিশাল শাখা ময়মনসিংহ। বিকাশ এ্যাকাউন্ট নং- ০১৭১৪৮০৮২৭৯। নিবেদক, মোছাঃ তাছলিমা আক্তার (কল্পনা) Chcp ফিহার 'মা'- ০১৮৬১৪২৬৭৪৫/০১৭১৪৮০৪২৭ ***

ছবি

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় ভবন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

ছবি

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় ভবন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

ছবি

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় ভবন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ বুধবার রাতে গণভবনে এশিয়া কাপজয়ী বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন।

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের হত দরিদ্র মোঃ হাসিম উদ্দিনের ‌নয় মাস গর্ভবতী গাভী আজ সকাল ১০.০০ ঘটিকার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। কানুরামপুর - দত্তপুর গ্রামের এলাকাবাসী জানান বিদ্যুৎ অফিসে গ্রাহকরা মোবাইল করলে মোবাইল রিসিভ করে না। এছাড়া বিদ্যুৎতের খুঁটির লাইনের টানা বিদ্যুৎ যুক্ত হয়ে আরোও এধরনের অনেক ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। লোকজন অফিসে গিয়ে অভিযোগ করিলে অফিসের লোকজন ঘটনাস্থলে আসে না। এখন হতদরিদ্র পরিবারের লোকজন হতাশাগ্রস্থ....

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিয়াপাড়া বাজার হইতে ঐতিহ্যবাহী কাদিরপুর গ্রামের ফরিদখালী ব্রীজ পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তাটি পাঁকা করনের জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৪-ময়মনসিংহ-০৯ নান্দাইল এর মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়ের দৃষ্টি একান্তভাবে কামনা করি।

ছবি

-------- ১৪ জুন: রাশিয়া-সৌদি আরব ( রাত ৯টা) ১৫ জুন: মিশর-উরুগুয়ে ( সন্ধ্যা ৬টা) ১৫ জুন: মরক্কো-ইরান ( রাত ৯টা) ১৫ জুন: পর্তুগাল-স্পেন (রাত ১২টা) ১৬ জুন: ফ্রান্স-অস্ট্রেলিয়া ( বিকেল ৪টা) ১৬ জুন: আর্জেন্টিনা-আইসল্যান্ড ( সন্ধ্যা ৭টা) ১৬ জুন: পেরু-ডেনমার্ক ( রাত ১০টা) ১৬ জুন: ক্রোয়েশিয়া-নাইজেরিয়া ( রাত ১টা) ১৭ জুন: কোস্টারিকা-সার্বিয়া ( সন্ধ্যা ৬টা) ১৭ জুন: জার্মানি-মেক্সিকো (রাত ৯টা) ১৭ জুন: ব্রাজিল-সুইজারল্যান্ড ( রাত ১২টা ১৮ জুন: সুইডেন-দক্ষিণ কোরিয়া ( সন্ধ্যা ৬টা) ১৮ জুন: বেলজিয়াম-পানামা ( রাত ৯টা) ১৮ জুন: তিউনিসিয়া-ইংল্যান্ড ( রাত ১২টা) ১৯ জুন: পোল্যান্ড-সেনেগাল ( সন্ধ্যা ৬টা) ১৯ জুন: কলম্বিয়া-জাপান ( রাত ৯টা) ১৯ জুন: রাশিয়া-মিশর ( রাত ১২টা) ২০ জুন: পর্তুগাল-মরক্কো ( সন্ধ্যা ৬টা) ২০ জুন: উরুগুয়ে-সৌদি আরব ( রাত ৯টা) ২০ জুন: ইরান-স্পেন ( রাত ১২টা) ২১ জুন: ফ্রান্স-পেরু ( সন্ধ্যা ৬টা) ২১ জুন: ডেনমার্ক-অস্ট্রেলিয়া ( রাত ৯টা) ২১ জুন: আর্জেন্টিনা-ক্রয়েশিয়া ( রাত ১২টা) ২২ জুন: ব্রাজিল-কোস্টারিকা ( সন্ধ্যা ৬টা) ২২ জুন: নাইজেরিয়া-আইসল্যান্ড ( রাত ৯টা) ২২ জুন: সার্বিয়া-সুইজারল্যান্ড ( রাত ১২টা) ২৩ জুন: বেলজিয়াম-তিউনিসিয়া ( সন্ধ্যা ৬টা) ২৩ জুন: জার্মানি-সুইডেন ( রাত ৯টা) ২৩ জুন: দক্ষিণ কোরিয়া-মেক্সিকো ( রাত ১২টা) ২৪ জুন: ইংল্যান্ড-পানামা ( সন্ধ্যা ৬টা) ২৪ জুন: জাপান-সেনেগাল ( রাত ৯টা) ২৪ জুন: পোল্যান্ড-কলম্বিয়া ( রাত ১২টা) ২৫ জুন: উরুগুয়ে-রাশিয়া ( রাত ৮টা) ২৫ জুন: সৌদি আরব- মিশর ( রাত ৮টা) ২৫ জুন: স্পেন-মরক্কো ( রাত ১২টা) ২৫ জুন: ইরান-পর্তুগাল ( রাত ১২টা) ২৬ জুন: ডেনমার্ক-ফ্রান্স ( রাত ৮টা) ২৬ জুন: অস্ট্রেলিয়া-পেরু ( রাত ৮টা) ২৬ জুন: নাইজেরিয়া-আর্জেন্টিনা ( রাত ১২টা) ২৬ জুন: আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ( রাত ১২টা) ২৭ জুন: দক্ষিণ কোরিয়া-জার্মানি ( রাত ৮টা) ২৭ জুন: মেক্সিকো-সুইডেন ( রাত ৮টা) ২৭ জুন: সার্বিয়া-ব্রাজিল ( রাত ১২টা) ২৭ জুন: সুইজারল্যান্ড-কোস্টারিকা ( রাত ১২টা) ২৮ জুন: জাপান-পোল্যান্ড ( রাত ৮টা) ২৮ জুন: সেনেগাল-কলম্বিয়া ( রাত ৮টা) ২৮ জুন: ইংল্যান্ড-বেলজিয়াম ( রাত ১২টা) ২৮ জুন: পানামা-তিউনিসিয়া ( রাত ১২টা) .

ছবি

***** নলকূপ ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের বিধি ***** ০১। কলসী ধুয়ে পানি সংগ্রহ করুন। ০২ । রান্নার সকল কাজে নলকূপের নিরাপদ পানি ব্যবহার করুন। ০৩। গোসল এবং কাপড়সহ ও সংসারের সকল কাজে নলকূপের পানি ব্যবহার করুন। ০৪। নোংরা পানি আবন্ধ হওয়ার আগে, প্লাটফরম ও ড্রেন নিয়মিত পরিস্কার করুন। ০৫। বেস প্লেটের ময়লা ঘষে পরিস্কার করুন। ০৬। পানি চলে গেলে অন্য নলকূপের নিরাপদ পানি ব্যবহার করে পানি তুলুন। ০৭। প্রয়োজন মত ছোট খাট মেরামত হেফাজতকারী নিজেরাই করতে পারবেন। ০৮। ৬নং পাম্পের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ সমূহ। ০৯। হেফাজতকারী মেরামতের সক্ষম না হলে নলকূপ মেকানিক ডাকুন। ১০। সবাই মিলে নিরাপদ পানি করব পান, সুস্থ থাকব চিরকাল। ১১। তারা পাম্পের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ সমূহ। ১২। পিএসএফ হতে যতটুকু পানি সংগ্রহ করবেন, সেই পরিমাণ পানি নলকূপ চেপে ভরে রাখবেন। ১৩। ব্যবহারের আগে প্যান ভিজিয়ে নিন। ১৪। ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে পরিস্কার রাখুন। ১৫। পানি খরচের পর সাবান দিয়ে হাত ভালভাবে পরিস্কার করুন। ১৬। নিয়মিত ঝাড়ু দিয়ে পরিস্কার রাখুন। ১৭। আঙ্গিনার আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। ১৮। স্বাস্থ্যসম্মত পায়খানা আপনার বাড়ীর অংশ, সামাজিক মর্যাদা ও পর্দার প্রতীক।***** ***** ডায়রিয়া, আমাশয়, কৃমি, টাইফয়েড ও জন্ডিস থেকে রক্ষা পেতে সকল কাজে টিউবওয়েলের পানি ব্যবহার করুন। ***** ***** পায়খানার গর্ত ভরে গেলে অতিসত্বর গর্ত খালি ও পরিস্কার করে ব্যবহার করুন। ***** সৌজন্যে: মোঃ শাহাব উদ্দিন ফকির সাংবাদিক দপ্তর সম্পাদক, নান্দাইল প্রেসক্লাব (চৌরাস্থ), নান্দাইল, ময়মনসিংহ । এস. কে টেলিভিশনের জেলা প্রতিনিধি ময়মনসিংহ । মোবাইল নাম্বার : ০১৬৩৬-২২০৫৪৯,০১৯৩৯-৭০৪০২০।

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিলের পূর্ব মুূর্হূতে উপস্থিত আছেন ১৫৪-ময়মনসিংহ-০৯ নান্দাইল এর মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূঁইয়া, চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান খোকন, সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক মোঃ শাহাব উদ্দিন ফকির, সহ এলাকার লোকজন উপস্থিত আছেন ।

ছবি

গফরগাঁওয়ে ২জন সাংবাদিকের নামে মিথ্যা মামলা করার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রেলওয়ে পুলিশ কর্তৃক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ তফাজ্জল হোসেন ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আতাউর রহমান মিন্টুর নামে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করার প্রতিবাদ সোমবার (১১ইজুন) নান্দাইল উপজেলা সদরে নান্দাইল প্রেসকাব, যুগান্তর স্বজন সমাবেশ ও ময়মনসিংহ উপজেলা প্রেসকাব ফোরামের আয়োজনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরারব স্বারকলিপি প্রদান করা হয়। প্রতিবাদ সভায় ময়মনসিংহ উপজেলা প্রেসকাব ফোরামের সভাপতি মোঃ এনামুল হক বাবুল ও নান্দাইল প্রেসকাব সভাপতি মেঃ ফজলুল হক ভূইঁয়া বক্তব্য রাখেন। বক্তরা অবিলম্বে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম খান কর্তৃক দায়েরকৃত মামলা থেকে অবিলম্বে উক্ত ২জন সাংবাদিকের নাম এজাহার থেকে বাদ দেওয়া সহ পত্রিকার হকাদের উপর পুলিশের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। মানববন্ধনে নান্দাইল কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ছবি- সাংবাদিক রমজান আলী।

ছবি