পোস্টগুলি

মে, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

*** ময়মনসিংহের জেলা প্রশাসক স্ট্টোকে অাক্রান্ত ঢাকায় প্রেরন *** ময়মনসিংহ জেলা প্রশাসক সুবাস চন্দ্র বিশ্বাস হঠাৎ ৩১মে স্ট্রোকে অাক্রান্ত হলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আাশঙ্কাজনক দেখা দিলে মচিমহা থেকে ঢাকায় রেফার্ড করা হয়।এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে অাসেন, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।***

নান্দাইলে সড়ক দূর্ঘটনায় হাসপাতালে ৩জনের মৃত্যু মোট মৃতের সংখ্যা-৪! আহত ১ ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিশোরগঞ্জ নেত্রকোনা সড়কের নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া নামক স্থানে বৃহস্পতিবার ( ৩১ মে) দুপুর ২টার দিকেএকটি যাত্রীবাহী অটোবাইকের সাথে পিকাপভ্যানে মূখামূখি সংঘর্ষ ঘটলে ঘটনা স্থলেই এক জন নিহত ও ৪জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পথচারীরা আহতদের কিশোরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আহত ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউপির ফুলবাড়িয়া গ্রামের কালু মিয়ার পুত্র সবুজ মিয়া( ৩০) আলীনেওয়জের পুত্র আনজু মিয়া ( ২২) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী বাড়ইগ্রাম গ্রামের আঃ হেলিমের কন্যা রোজিনা আক্তার( ১৫) ও বাহির বানাইল গ্রামের আঃ কাদিরের স্ত্রী দিলরুবা( ৪০) ।আহত অপরজনের নাম নরুল ইসলাম সে ফুলবাড়িয়া গ্রামের মৃত আবুতাহেরের পুত্র বলে জনা যায়।

ছবি

জেএসসি পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে ***বাংলা প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার। বাংলা ১ম ৭ টা সৃজনশীল =৭০ বাংলা ২ য় ব্যাকরণ থেকে এক কথায় প্রশ্ন আসবো ৩০ টি ৩০ নাম্বার। মোট ৭০+৩০=১০০ বাংলা ২য় থেকে কোন রিটেন আসবে না। ***ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এক সাথে ১০০ নাম্বার। ইংরেজি ১ম ১:seen passage থেকে ২৫ ২: re-arrange থেকে ১০ ইংরেজি ২য় ১:Grammar ( Article, Right form of verb,Narration, Table, Punctuation, Transformation, Preposition)থেকে২৫ বাকি ৪০ নাম্বার আসবে ১:Paragraph ২:Story ৩:Dialogue ৪:Letter মোট:২৫+১০+২৫+৪০=১০০ গনিত:১০০ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়:১০০ আই সি টি:৫০ বিজ্ঞান:১০০ ধর্ম (ইসলাম):১০০ সংগৃহীত :

ছবি
ছবি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে সকল স্কুল ও কলেজ প্রধান গন কে নতুন পাসওয়ার্ড সংগ্রহের জন্য ময়মনিসংহ সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় ১০০০ টাকা জমা দিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে ।

ছবি

*** নান্দাইলে মুক্তিযোদ্ধার কবরের টাইলস ভাংচুর ॥ ৪ জন আহত *** ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাজগাতী ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামে মঙ্গলবার রাতে মরহুম সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের কবরের টাইলস ভাংচুর সহ তাঁর পরিবারের সদস্যদের মারধর করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে জানাযায়, ফরিদাকান্দা গ্রামের জালাল উদ্দিনের পুত্র জহিুরুল ইসলাম ও তাজুল ইসলাম স্থানীয়ভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। মৃত আব্দুল মোতালিবের পুত্র জালাল উদ্দিন ফরিদাকান্দা গ্রামে মুুশুলী-কালিগঞ্জ রাস্তার পার্শ্বে কবর স্থানের জায়গায় সম্প্রতি জোরপূর্বক একটি ঘর উত্তোলন করে। মৃত মুক্তিযোদ্ধার পুত্র শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল জলিলের পুত্র আব্দুল হাফিজ, আব্দুল খালেকের পুত্র নাজমুল ও আব্দুল জলিলের পুত্র আব্দুর রাশিদ কবর স্থানের উপর ঘর নির্মাণে বাধা ও মাদক ব্যবসা করতে নিষেধ করলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায় এবং মৃত মুক্তিযোদ্ধার সরকারীভাবে টাইলসকৃত কবরের উপর হামলা চালিয়ে টাইলস ভেঙ্গে ফেলে। হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের আব্দুর রাশিদ গুরুতর আহত হলে তাকে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আব্দুল হাফিজ, রফিকুল ইসলাম ও নাজমুল আহত হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান মো. শফিকুল ইসলাম জানান, রাস্তার পার্শে মুক্তিযোদ্ধার কবর থাকায় বিবাদীরা উক্ত স্থান দখলে ব্যর্থ হয়ে বর্তমানে কবরটি নিশ্চি‎হ্ন করার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে পারিবারিক কবর স্থানের জায়গায় একটি ঘর নির্মান করে অর্ধেক জায়গা তাদের দখলে নিয়েছে। নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীর প্রতীক ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য মো. শাহ আলম জানান, “মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর হামলা এবং মরহুম মুক্তিযোদ্ধার কবর ভাংচুরের ঘটনা নিন্দনীয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।” উক্ত হামলার ঘটনায় মৃত মুক্তিযোদ্ধার সন্তান মো. শফিকুল ইসলাম বাদী হয়ে জালাল উদ্দিন, জহিরুল ইসলাম, তাজুল ইসলাম নাম উল্লেখ্য সহ অজ্ঞাত ৪/৫জনের নামে নান্দাইল মডেল থানায় বুধবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এলাকার ইউপি সদস্য মো. বাবলু মিয়া ও এলাকাবাসী জানান, “হামলাকারী জালাল উদ্দিনের ছেলেরা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, মাদক ও মোটর সাইকেল চোরাকারবারীর সাথে জড়িত।” বিবাদীদের বাড়িতে তাদের না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি তবে মহিলারা বলেন, কবরের জায়গায় তাদের অংশ রয়েছে।

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের পশ্চিমপাড়া নিবাসী বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা জনাব মো: আব্দুল মোমেন(৭৫)১৬.০৫.২০১৮খ্রি. গুরুত্বর অসুস্থ্য হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । গতকাল বিকাল ৫-১০মিনিটের সময় মেডিকেল কলেজের কর্তব্যেরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন।ইন্নালিল্লাহি.................... রাজিউন।মরহুমের জানাজার নামায আজ সকাল ১১ঘটিকার সময় কাদিরপুর বায়তুল কোরআন হাফিজিয়া / কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাযায় শরিক হয়ে রুহের মাগফেরাত কামনা করুন।

ছবি

****নান্দাইলে প্রতিবন্ধি কিশোরী গণধর্ষনের শিকার থানায় ৩ জন আটক*** ময়মনসিংহের নান্দাইল উপজেলা পৌরসদরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এক প্রতিবন্ধি কিশোরীকে জোরপূর্বক টিএন্ডটি অফিসের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষন করে তিন বখাটে। ঘটনাটি ঘটে শনিবার (২৬মে) সন্ধ্যায়। এব্যাপারে ৩জনকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে শনিবার রাতে কিশোরী নিজে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে। জানাযায়, শেরপুর ইউনিয়নের পাচঁরুখী গ্রামের হোসন আলীর কন্যা (১৪) নান্দাইল পৌরসদরের পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। শনিবার বিকালে কাজ করার উদ্দ্যেশ্যে গ্রামের বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সায় উঠে টিএন্ডটি অফিস সংলগ্ন স্থানে পৌছলে পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকার ভাড়াটিয়া নেত্রকোণা জেলার মৃত গোপাল সাহা’র পুত্র অটোরিক্সার ড্রাইভার উজ্জল সাহা (২৭), পৌরসভার চারআনিপাড়ার ফারুকের পুত্র রেজভী (১৮) ও সরু মিয়ার পুত্র হারিছ (১৭) জোরপূর্বক র্টিএন্ডটি অফিসের ভিতর নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষন করে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা ঘটনাস্থল পরিদর্শনকালে কৌশলে ৩ ধর্ষককে আটক করে। শেরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. সবুজ সরকার ও আবুল মেম্বার জানান, “ধর্ষিতা কিশোরীর পরিবারের সকল সদস্যই বুদ্ধি প্রতিবন্ধী। এধরনের ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টিকারী ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।” ওসি মো. কামরুল ইসলাম মিঞা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষিতা কিশোরীর মেডিকেল চেকআপের জন্য রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।***

নান্দাইলে ৭৯৫টি মসজিদে ৮মেট্টিক টন খেজুর বিতরন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান ময়মনসিংহের নান্দাইল পৌরসভা সহ ১২টি ইউনিয়নের ৭৯৫টি মসজিদে শুক্রবার সকাল থেকে জুম্মাহ নামাযের সময় ইফতার সামগ্রী (খেজুর) একযোগে বিতরণ করা হয়। ইসলামী ফাউন্ডেশনের গৃহিত তালিকা মোতাবেক মালয়েশিয়া বিএনপির প্রকাশনা সম্পাদক ও মালয়েশিয়া বিএনপি ময়মনসিংহ বিভাগীয় ফোরামের সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এমডি মামুন বিন আব্দুল মান্নান এই ইফতার সামগ্রী বিএনপি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে পৌছে দেন। এসময় নান্দাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মো. আব্দুল মান্নান সহ তৃণমূল বিএনপি’র নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযায়, সরাসরি দুবাই থেকে আমদানীকৃত ৮ মেট্টিক টন খেজুর তালিকাভূক্ত মসজিদগুলোতে ৫ কেজির প্যাকেট এবং বড় মসজিদগুলোতে ১০ কেজি প্যাকেট নেতাকর্মীবৃন্দ পৃথক পৃথকভাবে পৌছে দেন। সাবেক ছাত্রনেতা মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ব্যবসায়ী এমডি মামুন বিন আব্দুল মান্নান জানান, তিনি নান্দাইলের বিএনপি রাজনৈতিক অঙ্গনে নতুন রূপরেখায় নান্দাইলকে সুন্দরভাবে গড়তে এবং অসহায় মানুষের পাশে দাড়াতে আগামী সংসদ নির্বাচনে তৃণমুল পর্যায়ের বিএনপি’র হাতকে শক্তিশালী করতে দলের সভানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট মনোনয়নের আশা ব্যক্ত করেন। এছাড়া তিনি নান্দাইলের প্রতিটি ইউনিয়নের অসহায়, নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছেন বলে জানান।

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী বাজার থেকে আধা কিলোমিটার দূরে লেবু ও কলার বাগানে রমযান মাসে সকাল ১১টা-সন্ধ্যা ৬টা আবার রাত ৮টা-রাত৩টা পর্যন্ত লক্ষ লক্ষ টাকার জোয়ার আসর বসে। উক্ত খেলায় গ্রাম পুলিশ ইয়াছিন ও দফাদার ময়না খেলা বসে পরিচালনা করিতেছে। জোয়ার আসরের ভিটার খোকন মিয়া ও উজ্জ্বল জড়িত আছেন । টাকা সুদি/ গন্ডি দেন রুহুল মুন্সী। এবং এদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। জোয়ার আসরে ইয়াবা খায় বিক্রি করে খোকন মিয়া। এদের নামে অভিযোগ বা প্রতিবাদ জানালে এলাকার লোকজনকে মেরে ফেলবে বলে হুমকি দেন। এদের ভয়ে জোয়ার আসরের প্রতিবাদ জানাতে কেউ সাহস পায়নি।এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ছবি

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বাল্যবিবাহ ও স্বাস্হ্যসেবা সহ সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে কর্মশালা করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় মহোদয়...

ছবি

ময়মনসিংহের শীর্ষ মাদক সম্রাট বিপ্লব বন্দুক যুদ্ধে নিহত.. শহরের চরপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ি মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে ওসি ডিবির নেতৃত্বে ডিবির টিম মাসকান্দা গনশার মোড় এলাকায় ইং ২০/০৫/১৮ তা‌রিখ রাত্রী ০২: ১৫ ঘ‌টিকায় পৌছালে মাদক ব্যবসায়িরা পুলিশের উপস্হিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করলে পুলিশ ও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়িরা পলানোর চেষ্টা করিলে ঘটনাস্হলে গুলিবিদ্ধ অবস্হায় মাদক সম্রাট বিপ্লব কে পেয়ে দ্রুত তাকে চিকিৎসার জন্য মমেক হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনাস্হল তল্লাশি করিয়া ২০০ গ্রাম হিরোইন, ২০০ পিস ইয়াবা, ‌তিন‌টি গু‌লির খোসা ,২ টি চাকু উদ্ধার করা হয়। হাসপাতালে কর্তব্যরত ডা: অাহত বিপ্লবকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশের কং রাশেদুল এবং কং কাওছার আহত হয়। আহত পুলিশ সদস্যদের কে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। মৃত বিল্পব এর বিরু‌দ্ধে মাদক আই‌নে একা‌ধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

ছবি

ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ এনামুল হক বাবুল সাহেব প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিক ও সদস্যদের জন্য ব্যক্তিগতভাবে প্রতিদিন সদস্যদের ইফতারের ব্যবস্থা করেছেন । আজ আমি প্রেসক্লাবে ইফতার করলাম।

ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা। প্রশাসনের আরও একটি সাফল্য।**** জনপ্রশাসন সিনিয়র সচিব ডঃ মোঃ মোজাম্মেল হক খান স্যার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, বাল্য বিবাহ নিরোধে ত্রিশালের এই ব্রিগেড সারা দেশে সব উপজেলার জন্য একটি মডেল হিসেবে অনুসরণ হবে এবং এভাবেই বাংলাদেশ বাল্য বিবাহ মুক্ত দেশে পরিণত হবে। ত্রিশালের দরিরামপুরে নজরুল একাডেমি মাঠে আজ সকাল ৯ টায় সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আজ এ আয়োজন সম্পন্ন হয়।

ছবি

নান্দাইলে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখা “নিরাপদ সড়ক চাই” (নিসচা) উদ্দ্যোগে ও যুগান্তর স্বজন সমাবেশের সহযোগীতায় বুধবার (১৬ মে) নান্দাইল চৌরাস্তা প্রেসকাব চত্বরে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মো. আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আতাউর রহমান বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠিত নিরাপদ সড়কের দাবীতে আলোচনা সভায় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া আলোচনায় অংশগ্রহন করেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্য মো. দবির উদ্দিন ভূইয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নিসচা’র উপদেষ্ঠা মো. এনামুল হক বাবুল, প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম বাবুল, আমিনুল ইসলাম আঞ্জু, মো. শফিকুল ইসলাম সিদ্দিকী, আবুল হাসেম, মাওলানা ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, যুগান্তর স্বজন সহ-সভাপতি মো. শহীদ ভূইয়া, ইউপি সদস্য মো. বজলুর রহমান, শ্রমিক নেতা রুবেল মিয়া, এহতেশামুল হক শাহীন, ডাঃ শাহজাহান ফকির, মোঃ রমজান আলী, আবুল কালাম আজাদ, ডাঃ শরীফুল ইসলাম রিয়েন, শফিকুল ইসলাম রিপন, মো. মিজানুর রহমান খাঁন প্রমুখ। ঘন্টা ব্যাপী মানববন্ধন ও আলোচনা সভার পর চৌরাস্তা এলাকায় র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় সাধারন মানুষ নিরাপদ সড়ক চাই দাবীর প্রতি সমর্থন ঘোষণা করেন। বক্তারা সাম্প্রতিককালে নান্দাইল উপজেলায় শিক্ষক সহ ৫/৬ জন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়নের অর্ন্তরগত দেওয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ে খারুয়া ইউনিয়ন বাসীর পক্ষে দেওয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন মো: কামরুল হাসনাত মিন্টু ও ইউপি পরিষদের সদস্যরা...

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হলরুমে নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণে বক্তব্য রাখছেন সহকারী ভূমি কমিশনার/উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মাহমুদা আক্তার, আনসার ভিডিপি অফিসার ভারপ্রাপ্ত নুরুন্নাহার, প্রশিক্ষক আল মাহমুদ জোবায়ের সাথে আছেন নান্দাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এস কে টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শাহাব উদ্দিন ফকির সহ প্রশিক্ষণার্থী আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি
ছবি

নান্দাইলে সমবায়ীদের প্রশিক্ষন ময়মনসিংহের নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর আয়োজনে প্রাথমিক সমিতি উপকারভোগী সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা মঙ্গলবার (৮ মে) ইউসিসিএ লিঃ হল রুমে শুরু হয়েছে। ২ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য প্রশিক্ষনে প্রাথমিক সমিতির ৩০ জন করে ৬০ জন সদস্য যোগদান করেছেন। প্রশিক্ষন কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সাবেক চেয়ারম্যান সমবায়ী নেতা মো. এনামুল হক বাবুল, প্রবীণ সমবায়ী নেতা মো. শাহ নেওয়াজ ভুইয়া, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সৈয়দ মোজাম্মেল হোসেন ও প্রধান পরিদর্শক মো. আব্দুল লতিফ। প্রশিক্ষনে সমবায়ীদের বিভাগীয় কর্মকর্তা গণ বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

ছবি

নান্দাইল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ॥ উপজেলা স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির ৩৬তম সভা মঙ্গলবার (৮ই মে) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন সভার সভাপতিত্ব করেন। স্বাস্থ্য সহকারি মো. আসাদুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভট্টাচার্য, ডাঃ আঃ মোতালেব, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক এনামুল হক বাবুল, মো. রবিউল আলম ফরাজী, রমেশ কুমার পার্থ সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। সভায় হাসপাতালের সেবার মান ও আয়-ব্যায় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় নান্দাইল হাসপাতাল সংস্কার কাজে ঠিকাদারের অনিয়ম এবং গাংগাইল ও শেরপুর ইউনিয়নের পাচঁরুখী উপস্বাস্থ্য কেন্দ্রে সংস্কার কাজে মারাত্মক অনিয়ম করায় অদ্যকার সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়।

ছবি

নাম: সানাউল-আল-রাফি পিতা: রফিকুল ইসলাম মাষ্টার মাতা: রৌশন আরা গ্রাম: আচারগাঁও ডাকঘর: আচারগাঁও বর্তমান ঠিকানা: কাকচর, উপজেলা : নান্দাইল জেলা : ময়মনসিংহ। সানাউল-আল-রাফি সে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস, এস, সি পরীক্ষায় অংশ গ্রহন করে জি পি এ ৪.৪৪ পেয়েছেন। দুই ভাই সে বড় ছেলে ।তার বাবা একজন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মা নম্র ভদ্র নামাযী। তার বাবা- মা সকলের কাছে দোয়া প্রত্যাশী।

মো: তাকিমুন তানজিম আদনান পিতা: মো: আ: মান্নান মাতা: মোছা: পারভীন জাহান গ্রাম: দাতারাটিয়া ডাকঘর: হেমগঞ্জ বাজার উপজেলা : নান্দাইল জেলা : ময়মনসিংহ। তাকিমুন তানজিন আদনান সে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস, এস, সি পরীক্ষায় অংশ গ্রহন করে জি পি এ গোল্ডেন এ+ পেয়েছেন। তিন ভাই বোনের মধ্যে সে বড় ছেলে ।তার বাবা বিশিষ্ঠ সমাজ সেবক, রাজনীতিবীদ, ব্যবসায়ী, মা নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার বাবা- মা সকলের কাছে দোয়া প্রত্যাশী।

ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানুরামপুর(দত্তপুর) বাজারস্থ কৃষি ব্যাংক, মোয়াজ্জেমপুর শাখার ব্যবস্থাপক (উ. মূ. ক.) এম. নজমুল হক জানান বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক আয়োজনে মোয়াজ্জেমপুর কৃষি ব্যাংক শাখায় গত ০৩-১৬ মে পর্যন্ত মধু মেলা অনুষ্ঠিত হইবে। ১৪ মে মহামধু মেলা গ্রাহক সমাবেশ ।ঋন আদায়- ঋন বিতরন স্থগিত ঋনের সুদ বৈদেশিক রেমিটেন্সের টাকা আদায় করে শাখা সর্বাধিক সফলতা গোর দোয়ারে পৌঁছেছেন। এতে শাখার কর্মকর্তা বৃন্দ নিরলস প্রচেষ্ঠা করতেছেন। উল্লেখ্যে গত ২০১৬-২০১৭ খ্রি. অর্থ বছরে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা লাভ করেছে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানুরামপুর(দত্তপুর) বাজারস্থ কৃষি ব্যাংক, মোয়াজ্জেমপুর শাখার ব্যবস্থাপক (উ. মূ. ক.) এম. নজমুল হক জানান বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক আয়োজনে মোয়াজ্জেমপুর কৃষি ব্যাংক শাখায় গত ০৩-১৬ মে পর্যন্ত মধু মেলা অনুষ্ঠিত হইবে। ১৪ মে মহামধু মেলা গ্রাহক সমাবেশ ।ঋন আদায়- ঋন বিতরন স্থগিত ঋনের সুদ বৈদেশিক রেমিটেন্সের টাকা আদায় করে শাখা সর্বাধিক সফলতা গোর দোয়ারে পৌঁছেছেন। এতে শাখার কর্মকর্তা বৃন্দ নিরলস প্রচেষ্ঠা করতেছেন। উল্লেখ্যে গত ২০১৬-২০১৭ খ্রি. অর্থ বছরে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা লাভ করেছে।

***** ময়মনসিংহ জেলার ২৩১তম জন্মদিন আজ ***** *** ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এক জনপদ ময়মনসিংহ। এক সময়কার উপমহাদেশের বৃহত্তর এ জেলাটি আজ বিভাগে রূপান্তরিত হয়েছে। ঐতিহাসিক এই জেলার আজ ২৩১তম জন্মদিন। ময়মনসিংহ জেলা থেকেই টাঙ্গাই,কিশোরগঞ্জ,নেত্রকোনা, শেরপুর,জামালপুর জেলায় রুপান্তরিত হয় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ। উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে দক্ষিণে ঢাকা জেলা, পূর্বে সিলট জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা বেষ্টিত ময়মনসিংহ জেলার ভৌগোলিক পরিবেশ বিচিত্র হওয়ায় বলা হয়-‘হাওর, জঙ্গল, মইষের শিং-এ নিয়ে ময়মনসিং’। ৪,৭৮৭ বর্গমাইলের রত্নগর্ভা এ জেলার প্রাণবন্ত মানুষের পরিচয় পাওয়া যায় এর নামের মাঝেই- My-men-sing অর্থাৎ আমার লোকেরা গান গায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য ১৭৮৭ সালের পহেলা মে ময়মনসিংহকে জেলা হিসেবে ঘোষণা করে বৃটিশ সরকার।***

ছবি

ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দাও হযরত মোহাম্মদ (সা :)

ছবি
ছবি