নান্দাইলে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখা “নিরাপদ সড়ক চাই” (নিসচা) উদ্দ্যোগে ও যুগান্তর স্বজন সমাবেশের সহযোগীতায় বুধবার (১৬ মে) নান্দাইল চৌরাস্তা প্রেসকাব চত্বরে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মো. আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আতাউর রহমান বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠিত নিরাপদ সড়কের দাবীতে আলোচনা সভায় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া আলোচনায় অংশগ্রহন করেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্য মো. দবির উদ্দিন ভূইয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নিসচা’র উপদেষ্ঠা মো. এনামুল হক বাবুল, প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম বাবুল, আমিনুল ইসলাম আঞ্জু, মো. শফিকুল ইসলাম সিদ্দিকী, আবুল হাসেম, মাওলানা ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, যুগান্তর স্বজন সহ-সভাপতি মো. শহীদ ভূইয়া, ইউপি সদস্য মো. বজলুর রহমান, শ্রমিক নেতা রুবেল মিয়া, এহতেশামুল হক শাহীন, ডাঃ শাহজাহান ফকির, মোঃ রমজান আলী, আবুল কালাম আজাদ, ডাঃ শরীফুল ইসলাম রিয়েন, শফিকুল ইসলাম রিপন, মো. মিজানুর রহমান খাঁন প্রমুখ। ঘন্টা ব্যাপী মানববন্ধন ও আলোচনা সভার পর চৌরাস্তা এলাকায় র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় সাধারন মানুষ নিরাপদ সড়ক চাই দাবীর প্রতি সমর্থন ঘোষণা করেন। বক্তারা সাম্প্রতিককালে নান্দাইল উপজেলায় শিক্ষক সহ ৫/৬ জন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...