***** নলকূপ ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের বিধি ***** ০১। কলসী ধুয়ে পানি সংগ্রহ করুন। ০২ । রান্নার সকল কাজে নলকূপের নিরাপদ পানি ব্যবহার করুন। ০৩। গোসল এবং কাপড়সহ ও সংসারের সকল কাজে নলকূপের পানি ব্যবহার করুন। ০৪। নোংরা পানি আবন্ধ হওয়ার আগে, প্লাটফরম ও ড্রেন নিয়মিত পরিস্কার করুন। ০৫। বেস প্লেটের ময়লা ঘষে পরিস্কার করুন। ০৬। পানি চলে গেলে অন্য নলকূপের নিরাপদ পানি ব্যবহার করে পানি তুলুন। ০৭। প্রয়োজন মত ছোট খাট মেরামত হেফাজতকারী নিজেরাই করতে পারবেন। ০৮। ৬নং পাম্পের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ সমূহ। ০৯। হেফাজতকারী মেরামতের সক্ষম না হলে নলকূপ মেকানিক ডাকুন। ১০। সবাই মিলে নিরাপদ পানি করব পান, সুস্থ থাকব চিরকাল। ১১। তারা পাম্পের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ সমূহ। ১২। পিএসএফ হতে যতটুকু পানি সংগ্রহ করবেন, সেই পরিমাণ পানি নলকূপ চেপে ভরে রাখবেন। ১৩। ব্যবহারের আগে প্যান ভিজিয়ে নিন। ১৪। ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে পরিস্কার রাখুন। ১৫। পানি খরচের পর সাবান দিয়ে হাত ভালভাবে পরিস্কার করুন। ১৬। নিয়মিত ঝাড়ু দিয়ে পরিস্কার রাখুন। ১৭। আঙ্গিনার আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। ১৮। স্বাস্থ্যসম্মত পায়খানা আপনার বাড়ীর অংশ, সামাজিক মর্যাদা ও পর্দার প্রতীক।***** ***** ডায়রিয়া, আমাশয়, কৃমি, টাইফয়েড ও জন্ডিস থেকে রক্ষা পেতে সকল কাজে টিউবওয়েলের পানি ব্যবহার করুন। ***** ***** পায়খানার গর্ত ভরে গেলে অতিসত্বর গর্ত খালি ও পরিস্কার করে ব্যবহার করুন। ***** সৌজন্যে: মোঃ শাহাব উদ্দিন ফকির সাংবাদিক দপ্তর সম্পাদক, নান্দাইল প্রেসক্লাব (চৌরাস্থ), নান্দাইল, ময়মনসিংহ । এস. কে টেলিভিশনের জেলা প্রতিনিধি ময়মনসিংহ । মোবাইল নাম্বার : ০১৬৩৬-২২০৫৪৯,০১৯৩৯-৭০৪০২০।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...