***নান্দাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক।*** ***ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পরিবারের লোকজন ঘাতক স্বামী মাতাব উদ্দিন ওরফে মাতু (৭৫)কে ঘরে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর আউটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন (৬৫) নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর আউটপাড়া গ্রামের মাতাব উদ্দিন ওরফে মাতুর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মাতাব উদ্দিন ওরফে মাতুর সাথে তার স্ত্রী আমেনা খাতুনের শনিবার ভোরে পারিবারিক বিষয় নিয়ে কাটাকটির এক পর্যায়ে স্বামী তার স্ত্রী আমেনা খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘাতক স্বাামীকে ঘরে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বাামী মাতাব উদ্দিন ওরফে মাতুকে আটক করে থানায় নিয়ে আসে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম মিয়া এ ব্যাপারে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে,এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।***


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...