নান্দাইলে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি তুহিন ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা গোল চত্বরে ও কানারামপুর মোড়ে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের স্মরণে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। শনিবার (১৮ই) আগস্ট চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে নান্দাইল প্রেসকাব চত্বরে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া, গাংগাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আশরাফূজ্জামান খোকন, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এনামুল হক বাবুল, ওলামালীগ নেতা মাও: মুফতি মোশারফ হোসেন, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবলু মিয়া, চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির মেম্বার, আওয়ামীলীগ নেতা খাইরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রতন মেম্বার প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২টি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রথম শ্রেণীর ঠিকাদার মো. হাবিুবুর রহমান বাচ্চু ও মো. সাইফুল ইসলাম ২টি স্থাপনার নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে সাংবাদিক সহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন তাঁর বক্তেব্যে নান্দাইলের উন্নয়নের কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা ও তাঁর নিজের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান করেন। এছাড়া স্থানীয় জনগণ উন্নয়ন এবং নৌকার সাথে আছে কি না তা জানতে চাইলে জনগণ হাত উঠিয়ে সমর্থন জানান।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...