***গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিনে সরকারী ও বেসরকারী টেলিভিশনের নাম উল্লেখ করা হল।*** ০১. বিটিভি-সরকারী টিভি । ০২. ইনডিপেনডেন্ট টিভি-সালমান এফ. রহমান । ০৩.৭১টিভি-মোজাজ্জেল বাবু-মেঘনা গ্রুপ। ০৪. দেশ টিভি -সাবের হোসেন চৌধুরী এমপি । কিন্তু চালাচ্ছেন আসাদুজ্জামান নুর। ০৫.বৈশাখী টিভি -ব্যবসায়ী গ্রুপ ডেসটিনি।কিন্তু চালাচ্ছেন সাংবাদিক মন্জুরুল আহসান বুলবুল । ০৬.গাজী টিভি -গাজী গোলাম দস্তগীর। ০৭.বাংলা ভিশন টিভি -চালাচ্ছেন মোস্তফা ফিরোজ এবং সবচেয়ে বেশি শেয়ার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। ০৮. চ্যানেল আই টিভি -ফরিদুর রেজা সাগর(সাংস্কৃতিক কর্মী) । ০৯.এটিএন বাংলা টিভি -মাহফুজুর রহমান ।চালাচ্ছেন সাংবাদিক জ. ই মামুন। ১০.এটিএন নিউজ-চালাচ্ছেন মুন্নী সাহা । ১১.মোহনা টিভি -কামাল মজুমদার । ১২.সময় টিভি -কামরুল ইসলাম । ১২.চ্যানেল ২৪-হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ। ১৩.এনটিভি-মোসাদ্দেক হোসেন ফালুর। ১৪.আরটিভি-বেঙ্গল গ্রুপের মোর্শেদুল ইসলাম । ১৫. এসএটিভি-এসএ পরিবহনের সালাহ্ উদ্দিন আহম্মেদ । ১৬‌. চ্যানেল-৯,এনায়েতুর রহমান বাপ্পী ও সৈয়দ আশরাফের ভাবী। ১৭.একুশে ই টিভি -একুশে টিভির মূল উদ্যোক্তা ছিলেন আবু সাঈদ মাহমুদ ।একুশে টিভির ৭০ভাগ মালিকানা টিভির বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম । এছাড়া বাকী ৩০ভাগের মালিকানা আগের ১৩জন উদ্যোক্তাদের মধ্যে ৬জনের ৫ভাগ করে। তারা হচ্ছে রউফ চৌধুরী(রেংগুসগ্রুপ), এমরান মাহমুদ (মেট্রোওয়েভ), অন্জন চৌধুরী (স্কয়ার), আব্দুস সালাম (সেরাইটেক্স), লিয়াকত হোসেন (এমএএস স্কয়ার গ্রুপ) । ১৮.মাছরাঙ্গা টিভি -স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী । ১৯.মাইটিভি-নাসির উদ্দিন সাথী । ২০‌. যমুনা টিভি-যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল । সহ আরোও অনেক টিভির মালিকানা রয়েছেন ।***


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...