***নান্দাইলে ৩ দিন ব্যাপি জাতীয় ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন।*** "উন্নায়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ " এই স্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করার পরপরই সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমামের সভাপতিত্বে উন্নয়ন মেলা উপলক্ষ্যে এক রঙ্গিন শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উন্নয়ন মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় শোভাযাত্রায় সংসদ সসদ্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি,পৌর মেয়র রফিকউদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অনুপম ভট্টাচার্য, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, কৃষি অফিসার মোঃ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবি এম সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজ্বী গাজী আব্দুস সালাম ভূইয়া বীরপ্রতীক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।***


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...