***নান্দাইলে ‘একটি বাড়ি একটি খামার’ ৩য় স্থান অর্জন*** ***ময়মনসিংহের নান্দাইলে সারাদেশের ন্যায় ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ ৩য় স্থান অর্জন করে। শনিবার নির্বাহী অফিসার মো. মোসাদ্দেক মেহেদী ইমামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সামনে বঙ্গবন্ধু চত্বরে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে পুুরষ্কার বিতরণ করা হয়। উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী ৩৪টি স্টল তাদের উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরে। এতে তাদের মধ্যে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ ৩য় স্থান অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপনের হাত থেকে পুরষ্কার গ্রহন করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড অফিসার মো. শফিকুল ইসলাম ঝুটন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পুরষ্কার গ্রহনকালে শফিকুল ইসলাম ঝুটন বলেন, নান্দাইল উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প খুব আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে উপজেলার দরিদ্র মানুষদের আমরা সেবা দিয়ে থাকি এবং তাঁরা গরু, ছাগল, হাঁস-মুরগী, টার্কি-তিথি সহ বিভিন্ন গবাদী পশু-পাখি পালন ও মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছে। উক্ত অনুষ্ঠানে নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতি ১ম স্থান ও উপজেলা কৃষি অফিস ২য় স্থান অর্জনের পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।***


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...