***নান্দাইলে বাল্য বিবাহ নিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। *** *** ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে (৮অক্টোবর) হেমগঞ্জ বাজার সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে বাল্য বিবাহ নিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম প্রধান অতিথি, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মাহমুদা আক্তার, অফিসার ইনর্চাজ (তদন্ত) মোঃ রুহুল কদ্দুস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ইউপি সদস্য আতিক হাসান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাজী শামছুদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য আব্দুল হেলিম, সাংবাদিক আলম ফরাজী, মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারী মোঃ এনামুল হক বাবুল, এসআই মোঃ নাজিম উদ্দিন, নান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ হাতেম আলী প্রমুখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম বলেন, নান্দাইল উপজেলা তথা প্রথম পর্যায়ে নান্দাইল ইউনিয়ন পরিষদকে শতভাগ বাল্য বিবাহ মুক্ত করতে হবে। এছাড়া মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদির বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বিকাল-৪টা থেকে রাত ৭টা পর্যন্ত ব্যক্তিক্রম ধর্মী এই সামাজিক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।***




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...