***** ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ***** ***** ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোর্টভবন, কাজির শিমলা ও সাইনবোর্ড নামকস্থানে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ৩জন আহত হয়েছে। জানা যায়,১৪ জুলাই দিবাগত রাতে উপজেলার সাইনবোর্ড নামকস্থানে একজন অজ্ঞাত পথচারী মহিলাকে একটি অজ্ঞাত গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহিলাটি মারাযায়, মহিলার নাম ও ঠিকানা পাওয়া যায়নি । আজ সকাল ভোর বেলায় ত্রিশাল কোর্ট ভবন এলাকায় ঢাকা হইতে ময়মনিসংহগামী একটি ট্রাক অপর একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই সারা মনি (১০) নিহত হয় নিহতের বাড়ী ময়মসিংহের তারাকান্দা উপজেলায়। এসময় আহত হয়, তারাকান্দা উপজেলার রোমেলা বেগম(২৫), ফরিদগঞ্জেরর চাদপুরের আব্দুল কাদির(৩০), নোয়াখালির চরবাজারের শুক্কুর আলী(৩৫)। অপরদিকে আজ সকাল ৬টা ৪৯মিনিটের সময় উপজেলার কাজির শিমলা নামকস্থানে একটি কভার ভ্যান অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে কভার ভ্যানে থাকা তৈয়বপুর মাইজদী নোয়াখালীর রাজু(২৮) নিহত হয়। ত্রিশাল ফায়ার স্টেশনের ইনচার্জ মুনিম সারোয়ান জানান, পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়,আহতদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরন করা হয়। তিনি আরও জানান, উক্ত তিনটি উদ্ধার কাজে লিডার মোঃ শফিকুল ইসলাম, লিডার আলমগীর হোসেন ও ফায়ারম্যান জনাব মোঃ সাজেদুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান,মোবিন খান, আবুল খায়ের চৌধুরী, মনিরুজ্জামান এবং জুয়েল মিয়া সফলতার সহিত উদ্ধার কাজ সম্পন্ন করেন । *****


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...