***** কেন্দুয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ছাত্র-ছাত্রীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরন***** ***** নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সমকাল সুহৃদ সমাবেশ কেন্দুয়া শাখার সহযোগিতায় ৩০ লাখ শহীদ স্মরণে বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদের সৌজন্যে ছাত্র-ছাত্রীদের মাঝে ৫ হাজার ঔষধি গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের হাতে চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া ও উদ্বোধক বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস চৌধুরী। উপজেলা প্রেসকাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ডাক হিসেব “চাই মাদক মুক্ত সবুজ সুন্দর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে তুলে ধরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জুলফিকার হোসেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মো: আব্দুল হান্নান রনি। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গীতিকার মো: নূরুল ইসলাম ও বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান মিয়া “মাদক কে না বলুন” সকলের প্রতি এ আহবান জানান, একই সঙ্গে তিনি মাদক মুক্ত সবুজ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষার্থীদের কে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসারও আহবান জানান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে ৫ হাজার গাছের চারা তুলেদেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সমকাল সুহৃদ মাঈন উদ্দিন সরকার রয়েল, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান হৃদয়, সদস্য নজরুল ইসলাম মহসীন, সদস্য সাব্বির আহমেদ খান অয়ন।*****


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...