****** নান্দাইলে গরু ধানের বীজ গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ ব্যক্তি খুন ৪ জন অাটক ***** *** ময়মনসিংহের নান্দাইল উপজেলা গাঙ্গাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামে গরু জালাপাট ক্ষেতে ধানের বীজ গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে এবং ১ ব্যক্তি খুন হয় এবং খুনের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ ব্যক্তিকে অাটক করেছে। ঘটনার বিবরণে জানা যায়,কান্দিউড়া গ্রামের মৃত অাব্দুল লতিফের পুত্র অাব্দুল হেলিমের গরু রোববার বিকালে হাদিস মিয়ার জালাপাট খেয়ে ফেললে, দুজনের মাঝে কথা কাটাকাটি ও কিলঘুষির মত ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সোমবার একই গ্রামের হাদিস মিয়া গংরা সংঘবদ্ধ হয়ে রামদা, বল্লমসহ অন্যান্য অস্রপাতি নিয়ে সকাল ৬টা ৩০মিনিটের দিকে অাব্দুল হেলিমের বাড়িতে এসে চড়াও হয় এবং দু পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।পরে প্রতিপক্ষের বল্লমের অাঘাতে অাব্দুল হেলিম(৪০) ঘটনাস্থলেই মৃত্যু বরন করে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন, এ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে হাদিস মিয়া(৫০)খোকন(৩০) মুজিবুর(৫০)স্বপন(৩০)কে অাটক করেছে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় খুনের মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সুত্র থেকে জানা গেছে। ***


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...