**** ফুলপুরের অসহায় তোফাজ্জলের ছেলেদের বয়স ৮ বছর হলেই প্রতিবন্ধির লক্ষণ *** *** কার্ড নংA10015 *** *** বিধির কী লীলা খেলা ! ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নের ৬নং ওর্য়াডের অসহায় মোঃ তোফাজ্জল হোসেনের ছেলেদের বয়স ৮ বছর হলেই প্রতিবন্ধীর লক্ষণ দেখাদেয়। অসহায় তোফাজ্জলের ৩ ছেলে ২ মেয়ে। খুবই অভাবের সংসার নুন আন্তে পান্তা ফোড়ায়। থাকার মত ঘরের বিটা ছাড়া আর কিছুই নেই। তবুও সকালে উঠে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গুড়ে চলত সুখের সংসার। কথায় আছে অসহায় মানুষের আল্লাহ্ ছাড়া কেউ নেই। তেমনি খড়ের কুড়েঘরে শুয়ে চাঁদ দেখত আর স্বপ্ন বুনত। একদিন এক ধম্কা হাওয়া সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিল। মা মোছাঃ খোদেজা আক্তার(৪০) জানান, আমাদের ছেলেদের বয়স ৮ বছর হলেই প্রতিবন্ধীর লক্ষণ দেখাদেয়। তা বোঝতে পারি ২য় ছেলে মোঃ সাকিল হোসেন(১৭) এর সময়। বড় মেয়ের পর যে ছেলে হয়েছিল আমার তার নাম রেখে ছিল মোঃ রানা মিয়া । যখন রানার প্রতিবন্ধী তার লক্ষণ দেখা যায় তখন তার বয়স ছিল ৮ বছর। মানুষের দুয়ারে দুয়ারে গুড়ে টাকা তোলে বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখেয়েছিলাম কিন্তু কোন লাভ হয়নি। পরে একজন বলল উপজেলা ইউএনও স্যারের সাথে দেখা করার জন্য। তার পর স্যারের সাথে কথা বলে স্যার একটি চলাফেরার জন্য একটি গাড়ির (হুইলচেয়ার) ব্যবস্থা করে দেন। পরে কিছুদিন যেতে না যেতেই দেখা দেয় ২য় ছেলে মোঃ সাকিল হোসেনও পা আংগিয়ে আংগিয়ে চলে । পরে গেলে উঠে দাড়াতে পারে না তার মানে বড় ছেলের লক্ষণ। পরে কিছুদিন গেলে সবার চোখের আড়ালে সিলিপ খেয়ে গাড়ি (হুইলচেয়ার) নিয়ে পুকুরের পানিতে পরে গিয়ে মৃত্যু হয়। সাকিলও এখন ঘরে পড়া ! যাও তার ভাইয়ের যে গাড়ি ছিল তাও ভেঙ্গে ঘরে পরে আছে। আর এখন গাড়ি না থাকায় সাকিল ঘরে এক জায়গায় বসে থাকতে থাকতে শরীলে গাঁও হয়ে যাচ্ছে। এর মাঝে আবার ৭ বছরের ছোট ছেলে মোঃ নিরবেরও এ লক্ষণ দেখা যাচ্ছে। বড় মেয়ে মোছাঃ রেহেলাও শশুর - শাশুরি ও স্বামীর যন্ত্রনায় এখন ৮ বছরের মেয়ে মোছাঃ মারিয়াকে নিয়ে বাপের বাড়ি। দিন মজুরি করে সংসার চালাতে হিমছিম খাচ্ছে এখন বাবা। তোফাজ্জল ও তার স্ত্রী এক পর্যায় বলে উঠে যেদিন হাড়িতে খাবার যোগাতে না পারি সেদিন মনে হয় এক রশিতে দুজন ফাঁস টানিয়ে মরে যায়। এই সন্তানদের কষ্ট আর দেখতে পারছি না। আসুন না অসহায় হতদ্ররিদ মানুষের পাশে থাকার চেষ্টা করি বেশি কিছু না পারি সামার্থর মাঝে কিছু দেই। তাই এই পরিবারটির উপর সকল বন্ধু বান্ধব, সমাজের সচেতন ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধনাঢ্য দানবীর, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকতা/কর্মচারী মহোদয়গণ সকলের প্রতি বিনীতভাবে অনুরোধপূর্বক একটি মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছি । ***


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...