আগামী ১২ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী , জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ আসছেন | যিনি.. ** ঢাকা - ময়মনসিংহ মহাসড়কটি ৪ লেন করে দিয়েছেন •• ময়মনসিংহে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে দিয়েছেন , সম্প্রতি আরো ৩৬০ মেগাওয়াড অধিক বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করেছেন ** ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৫০০ শয্যার ব্যবস্থা করেছেন ** নিশ্চিহ্ন প্রায় ময়মনসিংহ স্টেডিয়ামটি আধুনিকরণ করেছেন এবং এই জনপদের কিংবন্তীতূল্য মানুষ রফিক উদ্দিন ভূঁইয়ার নামে নামকরণ হয়েছে •• দীর্ঘদিন বন্ধ থাকা ময়মনসিংহ জুট মিল পুনরায় চালু করেছেন ** খাগডহরে ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করেছেন ** নতুন পাবলিক লাইব্রেরি স্থাপন করেছেন ** ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়ক পুনঃনির্মান এবং প্রশস্থ করেছেন ** নতুন আদালত ভবন নির্মাণ করেছেন **দাপুনিয়া বাজার থেকে চুরখাই বাজার পর্যন্ত দীর্ঘ সড়ক নির্মাণ কতেছেন ** বাইপাস মোড় থেকে কেওয়াটখালী বাইপাস মোড় থেকে খাগডহর - দুটি দীর্ঘ বিকল্প সড়কের ব্যবস্থা করেছেন **শম্ভুগঞ্জ থেকে বুরোরচর কাচারী বাজারপর্যন্ত দীর্ঘ ২৭ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করেছেন ** বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ে বেগম রোকেয়া ছাত্রী হোস্টেল নির্মাণ করেছেন ** কাচারী ঘাট থেকে বুরোরচর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ব্যবস্থা করেছেন ** নতুন পাসপোর্ট অফিস ভবন নির্মাণ করেছেন তালিকাটি আরও অনেক দীর্ঘ করা যাবে .... ******** সর্বোপরি তিঁনি ময়মনসিংহকে বিভাগ এ রূপদান করে এই জনপদের মানুষকে সম্মানিত করেছেন তিঁনি আসছেন প্রাণের শহরে , তৎকালীন ভারত বর্ষের সর্ববৃহৎ জেলা ময়মনসিংহে বিভাগীয় শহরের ভিত্তি প্রস্তর স্থাপন করতে , যেটি হবে বিশ্ব মানের উন্নত , আধুনিক একটি শহর আসছেন আমাদের সদরে , তিঁনি যেন ফিরে যান একবুক স্বস্তি নিয়ে .... ময়মনসিংহ সদর উপজেলার প্রতিটি মানুষের কাছে বিনীত আহ্ববান , আসুন আমরা প্রমান করে দেই সদরের মাটি ও মানুষ , বঙ্গবন্ধুর কথা বলে সদরের মাটি ও মানুষ, শেখ হাসিনার কথা বলে সদর মাটি ও মানুষ , নৌকার কথা বলে


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জনাব মো: আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...